ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘প্রথম’ শহীদের স্বীকৃতি দাবি

প্রকাশিত: ১১:৫১, ১৪ মার্চ ২০১৯

 ‘প্রথম’ শহীদের স্বীকৃতি দাবি

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ একাত্তরের ২৬ মার্চ পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়তে রাজশাহী মহানগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার সামনে রাস্তায় গাছ ফেলে ব্যারিকেড দিতে যান দুই শতাধিক ব্যক্তি। সেখানে হানাদার বাহিনীর হাতে শহীদ হন মহানগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার শামসুল আলম। কিন্তু শহীদ নয়, শামসুল আলমের স্বীকৃতি মিলেছে জীবিত মুক্তিযোদ্ধা হিসেবে। তার পরিবারের দাবি, শামসুল আলম রাজশাহীর ‘প্রথম’ শহীদ। তাকে শহীদ হিসেবে স্বীকৃতি দেয়া হোক। এ দাবিতে পরিবারের সদস্যরা রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। শহীদ শামসুল আলমের ছেলে মহব্বত আলীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার প্রতিবেশী মামুন-অর-রশিদ।
×