ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিরল রোগে আক্রান্ত যুবক আদু

প্রকাশিত: ১১:৫১, ১৪ মার্চ ২০১৯

 বিরল রোগে আক্রান্ত  যুবক আদু

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১৩ মার্চ ॥ মধুপুরে বিরল রোগে আক্রান্ত আবদুল হাই আদু (২০)। সে উপজেলার মহিষমারা ইউনিয়নের শালিকা গ্রামের নূরুল ইসলামের ছেলে। ভাল নাম আবদুল হাই হলেও গ্রামের সবাই তাকে আদু বলেই ডাকেন। আদুর বাম চোখের উপর হতে গাল বেয়ে এমনভাবে মাংস ঝুলে পড়েছে যেন বটগাছ থেকে বর নেমেছে। অচেনা কেউ আদুকে দেখলেই ভয়ে দৌড়ে পালিয়ে যায়। আদু বাড়ির পাশে মনোহারি দোকান দিয়ে বসেছে। সে যে জায়গায় বসে দোকান করে স্থানীয়রা তার নামানুসারেই সে জায়গার নাম দিয়েছেন আদুর মোড়। সরেজমিনে আদুর মোড়ে গিয়ে কথা হয় তার বাবার সঙ্গে। আদুর বাবা নূরুল ইসলাম জানান, জন্মের পর ভালই ছিল আদু। কিন্তু পাঁচ বছর পর থেকেই হঠাৎ করে ওর বাম চোখে চুলকানি হয়। চোখ দিয়ে পানি পড়ে। মধুপুর নিয়ে হোমিও ওষুধ খাওয়ালে কয়েকদিন পর আক্রান্ত চোখ ফেটে রক্ত পড়া শুরু করে। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয় আদুকে।
×