ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খুলনায় রূপালী ব্যাংকে অগ্নিকান্ড ॥ দগ্ধ এক

প্রকাশিত: ১১:৫০, ১৪ মার্চ ২০১৯

 খুলনায় রূপালী  ব্যাংকে অগ্নিকান্ড ॥ দগ্ধ এক

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনায় রূপালী ব্যাংক লিমিটেডের দৌলতপুর কর্পোরেট শাখায় জেনারেটর বিস্ফোরণে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এ সময় ব্যাংকের এক নিরাপত্তা প্রহরী দগ্ধ হয়ে আহত হয়েছেন। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া তারা ব্যাংকের জানালা-দরজার কাঁচ ভেঙ্গে ভেতরে অবস্থানরত ব্যাংক কর্মী এবং গ্রাহকদের উদ্ধার করে। জানা গেছে, বুধবার বেলা ১টার দিকে বিদ্যুত চলে গেলে জেনারেটর চালু করাকালে সেটি বিস্ফোরিত হয়। এতে ব্যাংকের অভ্যন্তরে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হলেও ব্যাংকের প্রয়োজনীয় অনেক কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাংকের ডিজিএম বিলকিস বানু জানান, সকাল থেকেই বিদ্যুত আসা-যাওয়া করছিল। দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যুত চলে গেলে জেনারেটর চালানো হয়। দুপুর একটার দিকে হঠাৎ জেনারেটর বিস্ফোরণ ঘটে। এ সময় গেটে কর্মরত নিরাপত্তা প্রহরী হাসিব মোল্লা আহত হয়। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে আগুনে বড় কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে তিনি জানান। ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবুল হোসেন জানান, অগ্নিকা-ের সূত্রপাতের পর মুহূর্তের মধ্যে ব্যাংকের ভেতর আগুন ছড়িয়ে পড়ে এবং ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।
×