ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পিকনিকে গিয়ে লাশ হয়ে ফিরল স্কুলছাত্র

প্রকাশিত: ১১:৪৮, ১৪ মার্চ ২০১৯

 পিকনিকে গিয়ে লাশ হয়ে ফিরল  স্কুলছাত্র

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১৩ মার্চ ॥ জেলার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের জালশুকা রেলগেট এলাকায় বুধবার সকালে ট্রাকচাপায় হাসান (৯) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার চরখালী বাজাইল গ্রামের আলী হোসেনের ছেলে এবং ভাটিপাড়া বালার চর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র। পূর্বধলা থানার ওসি তৌহিদুর রহমান জানান, ফুলবাড়িয়া উপজেলার চরখালী ও ভাটিপাড়া বালার চর এলাকার ৪০-৪৫ শিশু পিকনিকের উদ্দেশে বুধবার সকালে বাসযোগে নেত্রকোনার দুর্গাপুরে যাচ্ছিল। সকাল সাড়ে ৯টার দিকে বাসটি পূর্বধলা উপজেলার জালশুকা রেলগেট এলাকায় পৌঁছলে কয়েক শিশু প্রকৃতির ডাকে সাড়া দিতে নামে। এ সময় রাস্তাপার হতে গেলে দুর্গাপুরগামী একটি দ্রুতগতিসম্পন্ন ট্রাক হাসানকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তখন স্থানীয়রা ট্রাকটি আটক করে চালক নাজমুল ইসলাম ও হেলপার সাইফুল ইসলামকে পুলিশে সোপর্দ করে।
×