ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে ছাত্রলীগ নেতা হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

প্রকাশিত: ১১:৪৭, ১৪ মার্চ ২০১৯

 রাজশাহীতে ছাত্রলীগ নেতা হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এ্যান্ড কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি রবিউল ইসলাম রবি হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে দ্রুত বিচার ট্রাইব্যুনাল। এছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড। একই সঙ্গে এ মামলার অপর সাত আসামিকে খালাস দেয়া হয়। বুধবার দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তরা হলেন, মেহেরচন্ডি এলাকার হাসান হকের ছেলে সেতু ইসলাম, বাবু কসাইয়ের ছেলে বাবলা ও বাবলু ড্রাইভারের ছেলে সোহাগ। এদের মধ্যে সেতু ইসলাম পলাতক রয়েছেন। উল্লেখ্য, ২০১৩ সালের ১৪ এপ্রিল পহেলা বৈশাখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা মাঠে রবিকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় রবি। . নেত্রকোনায় স্বামীর মৃত্যুদন্ড নিজস্ব সংবাদদাতা নেত্রকোনা থেকে জানান, স্ত্রীকে হত্যার দায়ে ফারুক মিয়াকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। নেত্রকোনার জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা বুধবার দুপুরে এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত ফারুক মিয়ার বাড়ি পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের দক্ষিণ কালডোয়ার গ্রামে। তার পিতার নাম তোফাজ্জল হোসেন। মামলার অপর আসামি ফারুকের মা মাজেদা বেগমকে খালাস দেয়া হয়। রায়ের বিবরণে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ফারুক মিয়া ২০০৯ সালের ১ সেপ্টেম্বর রাতে তার স্ত্রী লাভলী আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে।
×