ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঝালকাঠিতে তিন সন্তানের জননীকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ১১:৪৬, ১৪ মার্চ ২০১৯

 ঝালকাঠিতে তিন সন্তানের জননীকে কুপিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ১৩ মার্চ ॥ স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে। বুধবার বেলা ১২টার দিকে উপজেলার পশ্চিম চেচরী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পারভীন বেগম (৪৫) তিন সন্তানের জননী। ঘটনার পর থেকে স্বামী শহিদুল ইসলাম জোমাদ্দার পলাতক রয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, পশ্চিম চেচরী গ্রামের কৃষক শহিদুল ইসলাম জোমাদ্দারের স্ত্রী ও তিন সন্তান রয়েছে। এ অবস্থায় তিনি সম্প্রতি আরেকটি বিয়ে করেন। বিয়ের ঘটনা জানাজানি হওয়ায় প্রথম স্ত্রী পারভীন বেগমের সঙ্গে বুধবার বেলা ১২টার দিকে ঝগড়া হয়। একপর্যায়ে শহিদুল ক্ষিপ্ত হয়ে দা দিয়ে কুপিয়ে স্ত্রীকে আহত করে। গুরুতর অবস্থায় তাকে পার্শ্ববর্তী পিরোজপুরের ভা-ারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, নিহতের উঁরুতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে ওই গৃহবধূর মৃত্যু হয়। নিহতের প্রতিবেশী স্থানীয় ইউপি সদস্য মোঃ সোহেল বলেন, দ্বিতীয় বিয়ের পর থেকে প্রথম স্ত্রীর সঙ্গে কলহ লেগেই থাকত। কয়েক দিন ধরেই শুনছি স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। কুড়িগ্রামে পুলিশ স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম থেকে জানান, ফুলবাড়ীতে আমিনুল ইসলাম (৫৫) নামে এক পুলিশ সদস্যের লাশ ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামের চৌরাস্তার মোড়ের একটি কালভার্টের পাশের ডোবা থেকে তার লাশ উদ্ধার করে ফুলবাড়ী থানা পুলিশ। জানা গেছে, আমিনুল মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত থানায় ডিউটি করেছিলেন। এরপর তিনি ব্যক্তিগত কাজে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজারে গিয়েছিলেন। তবে ঠিক কি কারণে গিয়েছিলেন তা নিশ্চিত করতে পারেনি থানা পুলিশ। পরে স্থানীয়দের মাধ্যমে লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে । নিহত ওই কনস্টেবলের নাম আমিনুল ইসলাম এবং বিপি নম্বর-৬৫৮৪০৭২১৮৯। তিনি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার আক্কেলপুর গ্রামের কাজী জলিলুর রহমানের পুত্র । ১৯৮৪ সালে তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন এবং গত এক বছর থেকে তিনি ফুলবাড়ী থানায় কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও এক কন্যার জনক বলে জানা গেছে। . সিলেটে যুবকের গলাকাটা লাশ স্টাফ রিপোর্টার সিলেট অফিস থেকে জানান, কোম্পানীগঞ্জে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার দরাকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত বদরুল আমিন (২০) দরাকুল গ্রামের মমতাজ আলীর ছেলে। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে বদরুল আমিন বাড়ি থেকে বের হয়। এরপর আর রাতে বাড়িতে ফেরেনি। বুধবার ফজরের নামাজ শেষ করে বাড়িতে যাওয়ার পথে স্থানীয় লোকজন দরাকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি খালি জায়গায় বদরুলের গলাকাটা লাশ দেখে পুলিশে খবর দেয়। . নান্দাইলে যুবক সংবাদদাতা নান্দাইল ময়মনসিংহ থেকে জানান, উপজেলায় পৌর মহল্লার ঝালুয়া গ্রামে শাহ আলম (২৫) নামে এক যুবক মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরদিন বাড়ির সামনে তার লাশ পাওয়া যায়। নিহত শাহ আলম ওই গ্রামের মোহাম্মদ আলীর পুত্র। জানা যায়, নিহত শাহ আলম হাফেজ ছিলেন। তিনি এলাকায় নামাজ পড়ানোসহ ধর্মীয় কাজ করতেন। পাশাপাশি কৃষিকাজ করতেন। মঙ্গলবার সন্ধ্যার পর শাহ আলম বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। বুধবার ভোরে বাড়ির কাছে লাশ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন থানায় খবর দেয়। . নওগাঁয় যুবক নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, সদর উপজেলার বাগবাড়ি নাম এলাকায় মোটরসাইকেল গ্যারেজ থেকে মোঃ শাকিব (১৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শাকিব একই গ্রামের মামুনুর রশিদ ও মোছাঃ শাকিলা বেগমের পুত্র। জানা গেছে, শাকিব তার বাবার মোটরসাইকেল গ্যারেজে কাজ করত এবং রাতে সেখানেই ঘুমাত। বুধবার সকালে তার গ্যারেজ খুলতে দেরি হলে এলাকাবাসী তাকে বাইরে থেকে অনেক ডাকাডাকি করলেও ভেতর থেকে তার কোন সাড়া না পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে শাকিবের গ্যারেজের দরজা ভেঙ্গে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
×