ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রকৌশলীর ওপর হামলা

গফরগাঁওয়ে ১৫ ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

প্রকাশিত: ১১:৪৫, ১৪ মার্চ ২০১৯

 গফরগাঁওয়ে ১৫ ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ, ১৩ মার্চ ॥ গফরগাঁও উপজেলা প্রকৌশলী তফাজ্জল হোসেনের ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারী ঠিকাদার জামানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গফরগাঁও উপজেলার ১৫টি ইউনিয়নের চেয়ারম্যান বুধবার দুপুরে গফরগাঁও প্রেসক্লাবে উপস্থিত হয়ে এক সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সালটিয়া ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হক ঢালী, মশাখালী ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মনি, গফরগাঁও ইউপি চেয়ারম্যান শামছুল আলম খোকন ও লংগাইর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব প্রমুখ। এ সময় উপস্থিাত ছিলেন যশরা ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েল, দত্তেরবাজার ইউপি চেয়ারম্যান রোকসানা বেগম, উস্থি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম তোতাসহ ১৫টি ইউনিয়নের চেয়ারম্যান ও গফরগাঁও পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাজমুন আহম্মেদ। ইউপি চেয়ারম্যান উপজেলা প্রকৌশলীর ওপর হামলাকারীকে আইনের আওতায় এনে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে ঢাকার বিমানবন্দর স্টেশনে উপজেলা প্রকৌশলী তফাজ্জল হোসেন ওপর হামলা চালায় ঠিকাদার মেসার্স জামান কনস্টাকশনের মালিক মোঃ জামান ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীরা। উপজেলার লংগাইর ইউনিয়নের মাইজবাড়ি-নামা লংগাইর সাড়ে ৫ কিলোমিটার সড়ক প্রায় ৪ কোটি ব্যয়ে নির্মাণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে নির্ধারিত সময়ের আড়াই বছর পরও ১৫ ভাগ কাজ করতে পারেনি ঢাকার এলিফ্যান্ট রোড এলাকার ঠিকাদার জামান কনস্টাকশন। গত সপ্তাহে এলজিইডি জামান কনস্টাকশনের এই সড়কের চুক্তিটি বাতিল করে। এই আক্রোশে ঠিকাদার জামান এলজিইডির উপজেলা প্রকৌশলী তফাজ্জল হোসেনের ওপর হামলা চালায়। এ ঘটনায় শুক্রবার রাতে ঢাকা বিমানবন্দর থানায় প্রকৌশলী তফাজ্জল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।
×