ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বান্দরবানে গৃহবধূ মর্জিনা হত্যার বিচার দাবি

প্রকাশিত: ১১:৪৪, ১৪ মার্চ ২০১৯

 বান্দরবানে গৃহবধূ  মর্জিনা হত্যার  বিচার দাবি

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ১৩ মার্চ ॥ বান্দরবান শহরের বনরুপা এলাকার বাসিন্দা গৃহবধূ মর্জিনা বেগম হত্যার প্ররোচনাকারী জেলার রুমা উপজেলার সোনালী ব্যাংকের ক্যাশিয়ার স্বামী ওমর ফারুকের বিচারের দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবারসহ স্থানীয় এলাকাবাসী। বুধবার সকালে জেলা শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে এই মানববন্ধন করা হয়। এ সময় মর্জিনা বেগমের পিতা কামাল হোসেনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা হত্যাকান্ডের তদন্ত্র পূর্বক হত্যার প্ররোচনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি রাতে জেলা শহরের নিউগুলশানের ভাড়া বাসা থেকে মর্জিনা বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে এই ব্যাপারে বান্দরবান সদর থানায় মর্জিনা বেগমের পিতা বাদী হয়ে তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে।
×