ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে চার দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসা ছাত্রের

প্রকাশিত: ১১:৪৪, ১৪ মার্চ ২০১৯

 বাঁশখালীতে চার দিনেও সন্ধান মেলেনি  মাদ্রাসা ছাত্রের

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ১৩ মার্চ ॥ বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের ২নং ওয়ার্ডের সিকদারের দোকান প্রধান সড়ক এলাকার মোঃ এমদাদ (১৭) নামে এক স্কুলছাত্রের ৪ দিনেও খোঁজ মেলেনি। সে ওই এলাকার মৃত ছাবের আহমদের পুত্র। চন্দনাইশ পৌরসভার আবদুল মাহাবুব উচ্চ বিদ্যালয়ের সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষার্থী ছিল সে। গত শনিবার বেলা ১১টার দিকে ড. কর্নেল (অব) অলি আহমদ বীরবিক্রম এতিমখানা হতে বন্ধুর বাসায় যাওয়ার কথা বলে বের হয় সে। ফিরে না আসায় এবং সম্ভাব্য সকল স্থানে খোঁজখবর নেয়ার পর বুধবার চন্দনাইশ থানায় ডায়েরি করে তার ভাই মোঃ শহিদুল্লাহ। এ বিষয়ে নিখোঁজ এমদাদ উল্লাহর বড় ভাই মোঃ আমান উল্লাহ বলেন, আমরা ৩ ভাই ও ১ বোন। সবাই ছোট থাকাবস্থায় আমার পিতা মৃত্যুবরণ করলে আমাদের সংসারে আর্থিক অনটনের কারণে আমার ছোট ভাই এমদাদকে চন্দনাইশ উপজেলার ড. কর্নেল (অব) অলি আহমদ বীরবিক্রম এতিমখানায় ভর্তি করে দেয়া হয়। ওই এতিমখানা থেকে লেখাপড়া করে এলাকার আবদুল মাহাবুব উচ্চ বিদ্যালয় হতে সদ্যসমাপ্ত এসএসসি পরীক্ষার্থী ছিল সে। গত শনিবার সকালে বন্ধুর বাসায় যাওয়ার কথা বলে এতিমখানা থেকে বের হয় সে। এরপর আর বাড়ি ফিরে না আসায় এবং তার ব্যবহৃত মোবাইল ফোন (০১৮৬৩১১১৩৪১) বন্ধ থাকায় সম্ভাব্য সকল স্থানে খোঁজখবর নিই আমরা। পরবর্তীতে ৪ দিনেও তার কোন প্রকার সন্ধান না পাওয়ায় চন্দনাইশ থানায় আমার অপর ভাই মোঃ শহিদুল্লাহ বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি দায়ের করে। কোন ব্যক্তি যদি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে ০১৮৩৪৬২০২৭২ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে নিখোঁজ ওই ছাত্রের বড় ভাই আমান উল্লাহ।
×