ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মহানন্দায় বেপরোয়া হয়ে উঠেছে বালু উত্তোলনকারীরা

প্রকাশিত: ১১:৪৪, ১৪ মার্চ ২০১৯

 মহানন্দায় বেপরোয়া  হয়ে উঠেছে বালু  উত্তোলনকারীরা

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ মহানন্দায় বালু উত্তোলন থামানো যাচ্ছে না। মহানন্দার সদর থানায় ১১টি পয়েন্ট থেকে অবৈধ পথে বালু উত্তোলন করায় শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর বীরশ্রেষ্ঠ সেতুসহ প্রায় ২১টি মহল্লা বা গ্রাম হুমকির মধ্যে পড়েছে। সেতুর কয়েকশ’ গজ উজান থেকে বালু উত্তোলন থেমে নেই। এতে সেতুটি বড় ধরনের হুমকির মুখে পড়েছে। সেতুটি ধসে পড়তে কিংবা দেবে যেতে পারে। প্রশাসন ইতোমধ্যে কয়েকটি বালু উত্তোলনের মেশিন পুড়িয়ে ও বিশাল বিশাল উত্তোলন করা বালুর ঢিপ বাতিল করলেও থেমে নেই বালু উত্তোলন। ফলে শহরের একটি বড় অংশ, বিজিবি ক্যাম্প, পুলিশ লাইনসহ বালিয়াডাঙ্গা ইউপির কয়েকটি গ্রাম বড় ধরনের হুমকির মুখে পড়েছে। এছাড়াও শিবগঞ্জের একাধিক গ্রাম ও নাচোলের মল্লিকপুর নদীতে চলে যাওয়ার মুখে পড়েছে। বিশেষ করে নয়াগোলা এলাকার পুলিশ লাইন সংলগ্ন জমির মাটি দেবে যাচ্ছে। এসব দেবে যাওয়া অংশ বর্ষা ও বন্যা নামলেই নদীতে চলে যাবে। যার কারণে নয়াগোলা এলাকার বেশকিছু অটোরাইস মিলসহ প্রায় দেড়শ’ পরিবার নদীতে চলে যাওয়ার সম্মুখীন হয়েছে। তারা বার বার আকুতি জানিয়েও প্রশাসনের কোন ধরনের সহযোগিতা পাচ্ছে না বলে জানিয়েছেন এলাকাবাসী। এদিকে প্রশাসন নদীতে কয়েকবার অভিযান দিলেও বালু উত্তোলন বন্ধ হয়নি। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ সদর ছাড়াও মহানন্দা নদী প্রবেশের মুখে ভোলাহাট, গোমস্তাপুর, শিবগঞ্জসহ রাজশাহীর গোদাগাড়ীর উপজেলার আংশিক যথা শারেংপুরসহ উজানের ১০টি গ্রাম অবৈধ বালু উত্তোলনের কারণে বড় ধরনের হুমকির মুখে থাকলেও প্রশাসন সাড়া দিচ্ছেনা। এদিকে বালু উত্তোলনকারীরা খুবই প্রভাবশালীদের ছত্রছায়াতে অবস্থান নিয়ে এই অবৈধ কর্মকান্ড জোরেশোরে চালিয়ে যাচ্ছে। প্রশাসন এদের কাছেও ভিড়তে পারছে না।
×