ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়

নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ১৮ শ্রমিক আহত

প্রকাশিত: ১১:৪৩, ১৪ মার্চ ২০১৯

 নির্মাণাধীন ভবনের ছাদ  ধসে ১৮ শ্রমিক  আহত

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১৩ মার্চ ॥ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবনের ছাদ ধসের ঘটনায় ১৮ নির্মাণ শ্রমিক আহত হয়েছে। এ দুর্ঘটনার পর ঠিকাদারি প্রতিষ্ঠান নূরানী কনস্ট্রাকশনের কাজ পরিচালনাকারী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার রাত ১২টার দিকে এ ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজুল ইসলাম জানায়, নূরানী কনস্ট্রাকশন নামে একটি কোম্পানি বিশ্ববিদ্যালয়ের ১২ তলা মাল্টিপারপাস ভবনের নির্মাণ কাজ পায়। বুধবার বহুতল এই ভবনের দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। রাত ১২টার দিকে হঠাৎ করে ছাদের পশ্চিম প্রান্তের উত্তর কোনা ভেঙ্গে পড়ে। ধ্বংসস্তূপের নিচ থেকে ফায়ার সার্ভিস এসে ১৮ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। পরে সেখানে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয় এবং বাকি ১৫ জনকে ভর্তি করা হয়। এদের মধ্যে তিনজনকে জরুরী ভিত্তিতে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, সাব-ঠিকাদারের সঙ্গে কথা হয়েছে। নূরানী কনস্ট্রাকশনের কারও সঙ্গে কথা হয়নি। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এদিকে ঘটনাস্থলে নূরানী কনস্ট্রাকশনের ম্যানেজার আমিনুল ইসলামকেও খুঁজে পাওয়া যায়নি। পরে তাকে হাসপাতালের সামনে বসে থাকতে দেখা যায়। এরপর তার সঙ্গে কথা বলার জন্য সেখানে খোঁজ করলে তাকে আর পাওয়া যায়নি। পরে তাকে হাসপাতালের ৩য় তলার পশ্চিম পাশের বারান্দায় বসে থাকতে দেখা যায়। সে সময় তিনি আহত হয়েছেন কিনা প্রশ্ন করলে জানান, আমি আহত হইনি, সম্পূর্ণ সুস্থ আছি। কতজন আহত হয়েছে? এমন প্রশ্নের জবাবে তিনি উত্তর দিতে পারেননি।
×