ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাঘাটায় নির্বাচনী অফিস স্থাপন নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া

প্রকাশিত: ১১:৪২, ১৪ মার্চ ২০১৯

  সাঘাটায় নির্বাচনী অফিস স্থাপন নিয়ে ধাওয়া  পাল্টা ধাওয়া

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৩ মার্চ ॥ সাঘাটার কামালেরপাড়া বাজারে নির্বাচনী অফিস স্থাপন নিয়ে মঙ্গলবার রাতে সামশিল আরেফিন টিটুর নৌকা ও জাহাঙ্গীর আলমের ঘোড়া মার্কার সমর্থকদের মধ্যে সংঘর্ষ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আওয়ামী লীগ অফিসে ও পার্শ্ববর্তী কয়েকটি দোকানে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে অভিযোগে জানানো হয়েছে। স্থানীয়রা জানায়, সাঘাটা উপজেলার কামালেরপাড়া এলাকায় ঘোড়া মার্কার নির্বাচনী অফিস স্থাপন নিয়ে কামালেরপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নৌকা মার্কার সমর্থক ও সাবেক চেয়ারম্যানের ঘোড়া মার্কার সমর্থকদের মধ্যে বাগ্বিত-া হয়। এরই জের ধরে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। নৌকা মার্কার সমর্থকরা অভিযোগে জানায়, সংঘর্ষের সময় ঘোড়া মার্কার সমর্থকরা কামালেরপাড়া বাজারের আওয়ামী লীগ অফিসসহ ১৬টি দোকান ভাংচুর করে দোকানের মালামাল ও টাকা লুট করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
×