ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাল্যবিয়ে বন্ধে ভূমিকা ॥ নীলফামারীতে ২৯ জনকে সম্মাননা

প্রকাশিত: ১১:৪২, ১৪ মার্চ ২০১৯

 বাল্যবিয়ে বন্ধে ভূমিকা ॥ নীলফামারীতে ২৯ জনকে সম্মাননা

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জেলার তিন উপজেলা ডোমার, ডিমলা ও কিশোরীগঞ্জে ২৯টি ইউনিয়নে বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বপূর্ণ অবদান রাখায় জেলা প্রশাসন ও ইউনিসেফ বাংলাদেশের পক্ষ থেকে ২৯ জনকে সম্মাননা প্রদান করা হয়েছে। বুধবার বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন যৌথভাবে জেলা প্রশাসক নাজিয়া শিরিন ও ইউনিসেফ বাংলাদেশের চীফ অব ফিল্ড সার্ভিসেস কর্মকর্তা সাইরোজ মাওজি। ডোমারে ১০ জন, ডিমলায় ১০ ও কিশোরীগঞ্জে ৯ জনকে সম্মাননা প্রদান করা হয়। এদের মধ্যে রয়েছেন মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, সমাজসেবক, ঘটক, কাজী, ইমাম, পুরোহিত, মানবাধিকার ও সমাজ কর্মী। তাদের মধ্যে ৫ নারী রয়েছেন। এই সম্মাননা পাওয়ায় অনুষ্ঠানে অভিব্যক্তি প্রকাশ করে ডোমার উপজেলার পাঙ্গামটকপুরের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা নরেশ চন্দ্র বলেন, বঙ্গ বন্ধুর ডাকে ’৭১ সালে স্বাধীনতাযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশ স্বাধীন করেছি। আজ বঙ্গবন্ধুর কন্যা আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে বাল্যবিয়ে প্রতিরোধে আমি একইভাবে এলাকায় ঝাঁপিয়ে পড়ে কাজ করছি। এ জন্য বিভিন্নভাবে আমাকে হুমকি দেয়া হলেও আমি সেই হুমকিকে ভয় পাই না। তিনি বলেন শপথ নিয়েছি জীবদ্দশায় আমি আমার এলাকায় বাল্যবিয়ে হতে দিব না।
×