ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব শুরু হচ্ছে রবিবার

প্রকাশিত: ১১:৩৩, ১৪ মার্চ ২০১৯

 রাজশাহীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব শুরু হচ্ছে রবিবার

স্টাফ রিপোর্টার ॥ রাজশাহী নগরীতে মার্চের শুরু থেকেই চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে এবার ১০ দিনব্যাপী শুরু হচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব। আগামী ১৭ মার্চ রবিবার জাতির জনকের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উৎসবের তৃতীয়পর্ব শুরু হচ্ছে নগরে। ‘যতকাল রবে পদ্মা-যমুনা, গৌরি-মেঘনা বহমান ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান’ এ স্লোগানকে সামনে রেখে এ আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব শুরু হচ্ছে। বুধবার রাজশাহী নগর ভবনের সরিৎদত্তগুপ্ত মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে সাংস্কৃতিক উৎসবের প্রধান পৃষ্ঠপোষক ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব উদযাপন পরিষদ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সাংস্কৃতিক উৎসব উদযাপন পরিষদের সভাপতি ভাষাসৈনিক আবুল হোসেন। লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সদস্য সচিব কবি আরিফুল হক কুমার। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী বছর (২০২০) জাতির জনকের জন্ম শতবার্ষিকী। দেশব্যাপী নানা বর্ণিল অনুষ্ঠানের উদ্যোগ নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে রাজশাহীতে উত্তরবঙ্গের ‘ফোকাল পয়েন্ট’ হিসেবে যুক্ত করতে আগাম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঐতিহাসিক ৭ মার্চ থেকে পর্যায়ক্রমে চলছে নানা অনুষ্ঠান। তবে আগামী ১৭ মার্চ থেকে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবের তৃতীয় পর্ব। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৭ মার্চ থেকে ১১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামান্যচিত্র, চলচ্চিত্র প্রদর্শনী, সঙ্গীতানুষ্ঠান। ১১ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত চলছে শহীদ এএইচএম কামারুজ্জামান মিলনায়তনে নাট উৎসব। প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে শুরু হচ্ছে নাটকের প্রদর্শনী। এই উৎসবে অংশ নিচ্ছে বাংলাদেশ, ভারত ও নেপাল থেকে আগত প্রখ্যাত নাটকের দলসমূহ। তৃতীয়পর্ব শুরু হচ্ছে ১৭ মার্চ থেকে। এ উপলক্ষে নগর ভবনের গ্রীনপ্লাজায় অনুষ্ঠিত হবে বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ওইদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সচিব কবি শেখ হাফিজুর রহমান। সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজশাহী নগরীর চারটি জনবহুল এলাকায় এসব সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। এছাড়া নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পৃথক আলোচনাসভা অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সাংস্কৃতিক পর্বের তৃতীয়দিনের দ্বিতীয় অধিবেশনে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান দিয়ে শুরু হবে অনুষ্ঠানমালা। স্থানীয় খেলাঘর এ অনুষ্ঠান পরিবেশন করবেন। এছাড়া ১০ দিন ধরে নানা আয়োজন থাকবে নগরীতে। তিনি বলেন, আগামী ২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপিত হবে। এ উপলক্ষে সারাদেশে জাতীয় ও আন্তর্জাতিক মানের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র-উপদেষ্টা গোলাম সাব্বির সাত্তার তাপু, বাংলাদেশ গ্রাম থিয়েটারের আঞ্চলিক সমন্বয়কারী কামারুল্লাহ সরকার, শাহ মখদুম কলেজের প্রাক্তন অধ্যক্ষ আমিনুর রহমান, বর্তমান অধ্যক্ষ এসএম রেজাউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
×