ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কলম্বোর উৎসবে দেশের তিন চলচ্চিত্র

প্রকাশিত: ১১:৩২, ১৪ মার্চ ২০১৯

কলম্বোর উৎসবে দেশের তিন চলচ্চিত্র

স্টাফ রিপোর্টার ॥ শ্রীলঙ্কার কলম্বোয় ২৯ মার্চ শুরু হচ্ছে চলচ্চিত্র উৎসব। এই উৎসবে এবার এর মধ্যে বাংলাদেশী নির্মাতা তানভীর মোকাম্মেলের দুটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জীবন ঢুলী’ ও ‘চিত্রা নদীর পাড়ে’ এবং প্রামাণ্যচিত্র ‘সীমান্তরেখা’ প্রদর্শন হবে। এ উৎসবে অতিথিও থাকবেন এই নির্মাতা। এবারের উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র প্রদর্শিত হবে। তানভীর মোকাম্মেল কলম্বো চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ও ৩১ মার্চ সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকা ছাড়াও কলম্বোর ফিল্ম এ্যান্ড টেলিভিশন একাডেমিতে শ্রীলঙ্কার তরুণ চলচ্চিত্র নির্মাতাদের উদ্দেশে একটি বক্তৃতা প্রদান করবেন বলে জানিয়েছেন। মুক্তিযুদ্ধের ওপর নির্মিত ‘জীবন ঢুলী’ চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, রামেন্দু মজুমদার, তবিবুল ইসলাম বাবু, ওয়াহিদা মল্লিক জলি, চিত্রলেখা গুহ, জ্যোতিকা জ্যোতি, রাফিকা ইভা, প্রাণ রায়, ইকবাল হোসেন, পরেশ আচার্য্য, উত্তম গুহ, রিমু খন্দকার, রিয়াজ মাহমুদ জুয়েল, মৃণাল দত্ত, জামিলুর রহমান শাখা, গ্রুপ থিয়েটারের কিছু অভিনেতা-অভিনেত্রী ও গ্রামীণ কিছু ঢাকী। চলচ্চিত্রটির চিত্রগ্রহণে ছিলেন মাহফুজুর রহমান খান, শিল্প নির্দেশনায় উত্তম গুহ আর আবহসঙ্গীত পরিচালনা করেছেন সৈয়দ সাবাব আলী আরজু। পোশাকের দায়িত্বে ছিলেন চিত্রলেখা গুহ। ছবিটির প্রধান সহকারী পরিচালক উত্তম গুহ এবং সহকারী পরিচালকেরা হচ্ছেন সগীর মোস্তফা, রানা মাসুদ ও সাঈদ সুমন। এছাড়া বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের তিরিশ জন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী ছবিটার নানা বিভাগে কাজ করেছেন। তানভীর মোকাম্মেল পরিচালিত ‘চিত্র নদীর পাড়ে’ চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৯৮ সালে। ১৯৪৭ সালের দেশবিভাগ তৎকালীন পূর্ব পাকিস্তানে হিন্দুদের জীবনে যে প্রভাব ফেলেছিল, তা নিয়ে নির্মিত এই ছবি। কাহিনীর শুরু ১৯৪৭ থেকে এবং শেষ হয় ৬০’র দশকে। অভিনয় করেছেন মমতাজউদ্দীন আহমেদ, আফসানা মিমি, তৌকির আহমেদ, রওশন জামিল, সুমিতা দেবী প্রমুখ।
×