ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাতিসংঘ রিপোর্ট

প্রতি চারজনে একজন মারা যায় মনুষ্য সৃষ্ট দূষণে

প্রকাশিত: ১০:৫০, ১৪ মার্চ ২০১৯

 প্রতি চারজনে একজন মারা যায় মনুষ্য সৃষ্ট দূষণে

জনকণ্ঠ ডেস্ক ॥ বিশ্বব্যাপী অকালে মারা যাওয়া প্রতি চারজনের একজন মনুষ্যসৃষ্ট দূষণ এবং পরিবেশের অবনতির কারণে। বুধবার জাতিসংঘের পৃথিবীর বিপজ্জনক রাষ্ট্র বিষয়ক একটি ল্যান্ডমার্ক রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে বলে জানিয়েছে ফ্রান্সভিত্তিক সংবাদমাধ্যম। খবর এএফপির। রিপোর্টে বলা হয়, প্রতি বছর দূষিত পানি পান করার কারণে ১৪ লাখ মানুষ মারা যায়। অন্যদিকে দূষিত বায়ু গ্রহণের কারণে প্রতি বছর ৬শ’ থেকে ৭শ’ কোটি মানুষ মারা যায়। সংস্থাটি সতর্ক করে জানায়, কয়েক শ’ কোটি মানুষের জীবিকার সঙ্গে সম্পৃক্ত যানবাহন থেকে নির্গত বস্তুসহ ধোঁয়া ও কুয়াশার মিশ্রণ এবং রাসায়নিক পদার্থ মিশে দূষিত হওয়া পানি ইকোসিস্টেমের ধ্বংসকে বিশ্বব্যাপী মহামারির মতো ত্বরান্বিত করছে। ‘দ্য সিক্সথ গ্লোবাল এনভায়রনমেন্ট আউটলুক’(জিইও) নামের এই সাত শতাধিক পৃষ্ঠার রিপোর্ট তৈরিতে কাজ করেছে ৭০টি দেশের ২৫০ জন বিজ্ঞানী। এতে বিশ্বের ধনী ও গরিব দেশগুলোর মধ্যকার ব্যাপক বৈষম্য তুলে ধরা হয়েছে। ধনী দেশগুলোর দূষণ এবং খাদ্য বর্জ্য সারাবিশ্বের ক্ষুধা, দারিদ্র্য এবং রোগ-বালাইয়ের জন্য দায়ী। যানবাহন ও কলকারখানাসহ বিভিন্ন উৎস থেকে নির্গত গ্রিনহাউস গ্যাসের ফলে সৃষ্ট খরা, বন্যা ও ঘূর্ণিঝড়ের কারণে সাগরের পানির স্তর বাড়ছে। ভবিষ্যতে জলবায়ু পরিবর্তন কয়েক শ’ কোটি মানুষের জীবন ঝুঁকির মুখে পড়বে। বিশ্বের নেতারা ২০১৫ সালে প্যারিস জলবায়ু চুক্তি অনুসারে বৈশ্বিক উষ্ণতা রোধের জন্য নিজেদের দেশের যানবাহন ও কলকারখানাসহ বিভিন্ন উৎস থেকে নির্গত বস্তুর পরিমাণ কমাতে পদক্ষেপ নেয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হন। এরপরও স্বাস্থ্যের ওপর দূষণ, বন উজাড় এবং মেকানাইজড ফুড-চেইনের প্রভাব কমার বিষয়টি বুঝা যায়নি।
×