ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বস্তিবাসীর তথ্য সংগ্রহের কাজ শুরু ১ এপ্রিল

প্রকাশিত: ১০:৪৯, ১৪ মার্চ ২০১৯

 বস্তিবাসীর তথ্য সংগ্রহের কাজ শুরু ১ এপ্রিল

যুক্তরাজ্যের রিসার্চ কাউন্সিলের অর্থায়নে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এবং ক্যামব্রিজ ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে পরিবেশ দূষণের সঙ্গে অসংক্রামক রোগের সম্পর্ক নিরূপণে রাজধানীর মিরপুরের বাউনিয়াবাদ এলাকায় ২০ হাজার বস্তিবাসীর তথ্য সংগ্রহ কার্যক্রম আগামী ১ এপ্রিল শুরু হবে। চলতি বছরসহ তিন বছরের মধ্যে অর্থাৎ ২০২১ সালের মধ্যে প্রাথমিকভাবে তথ্য সংগ্রহের এই কার্যক্রম সম্পন্ন হবে। যেসব বস্তিবাসীর তথ্য সংগ্রহ করা হবে ভবিষ্যতেও তাদের স্বাস্থ্যগত তথ্যের বিষয়ে ফলোআপ কর্মসূচী অব্যাহত থাকবে। গত বছরের (২০১৮ইং) নবেম্বর মাসে এ বিষয়ে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বুধবার সকালে ক্যামব্রিজ ইউনিভার্সিটির একটি প্রতিনিধি দল এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়ার সঙ্গে সাক্ষাত করেন। -বিজ্ঞপ্তি
×