ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘উচ্চশিক্ষায় ন্যূনতম ব্যয় শিক্ষার্থীদের নির্বাহ করা উচিত’

প্রকাশিত: ১০:৪৯, ১৪ মার্চ ২০১৯

 ‘উচ্চশিক্ষায় ন্যূনতম ব্যয় শিক্ষার্থীদের নির্বাহ করা উচিত’

জবি সংবাদদাতা ॥ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) উপাচার্য বলেছেন, শিক্ষা ব্যয় নির্বাহের জন্য অর্থের প্রয়োজন। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য ন্যূনতম ব্যয় নিজেদের নির্বাহ করা উচিত। এজন্য শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন কাজে সংশ্লিষ্ট থাকা দরকার। এতে শিক্ষার্থীদের দক্ষতাও বৃদ্ধি পাবে এবং অর্থের অভাবও দূর হবে। তবে কোন কাজকে ছোট মনে করা উচিত নয়। এজন্য মানসিক ও মনস্তাত্ত্বিক পরিবর্তন আনা জরুরী। বুধবার বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এবং মৈত্রী সমাজকল্যাণ সংঘের উদ্যোগে সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী ও মেধাবী শিক্ষার্থীদের ২য় কিস্তির শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এসব কথা বলেন। তবে এ অনুষ্ঠানে ৩৩ জনকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
×