ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গণশুনানির নামে গ্যাসের দাম বাড়ানো প্রতারণা ॥ খসরু

প্রকাশিত: ১০:৪৮, ১৪ মার্চ ২০১৯

 গণশুনানির নামে  গ্যাসের দাম বাড়ানো  প্রতারণা ॥ খসরু

স্টাফ রিপোর্টার ॥ গ্যাসের দাম বাড়াতে সরকার বার বার গণশুনানি করছে বলে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এভাবে গণশুনানির নামে গ্যাসের দাম বাড়ানোর বড় ধরনের প্রতারণা চলছে। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৩তম কারাবন্দী দিবস উপলক্ষে ‘জাতীয় দল’ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। এদিকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে যুবদল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীতে ঝটিকা মিছিল করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার দুপুরে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোল চত্বর এলাকায় মাত্র কয়েক মিনিট মিছিল করেন তিনি। আমির খসরু বলেন, সরকারী পরিসংখ্যান অনুযায়ী গত ১০ বছরে দেশের মানুষের ক্রয় ক্ষমতা ও প্রকৃত আয় কমে গেছে। তার ওপর বিদ্যুত ও গ্যাসের দাম বাড়াচ্ছে সরকার।
×