ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নারী অধিকার কর্মীদের বিচার করছে সৌদি আরব

প্রকাশিত: ১০:১৯, ১৪ মার্চ ২০১৯

 নারী অধিকার কর্মীদের বিচার করছে সৌদি আরব

জনকণ্ঠ ডেস্ক ॥ সৌদি আরব প্রথমবারের মতো কয়েকজন নারী অধিকার কর্মীর বিচার করছে। এতে প্রশ্নের মুখে পড়েছে দেশটির মানবাধিকার রেকর্ড। রাজধানী রিয়াদের অপরাধ আদালতে বুধবার হাজির করা হয় প্রায় ১০ জন নারীকে। সেখানে তাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয় বলে জানিয়েছে আদালতের প্রেসিডেন্ট ইব্রাহিম আল সায়ারি। আদালতকক্ষে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। খবর ওয়েবসাইটের। রাষ্ট্রীয় নিরাপত্তা ক্ষুণ্ণ করার অভিযোগের আওতায় সৌদি আরব এদের বিচার করছে। গত বছর সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা উঠে যাওয়ার আগে অধিকারকর্মীদের ওপর দমনপীড়ন চলার সময় এ নারীকর্মীদের আটক করা হয়েছিল। নারী অধিকারের প্রচার চালানোর গত বছর প্রথম কয়েকজন কর্মীকে আটক করা হয়। এদের মধ্যে বিশিষ্ট কয়েকজন নারী কর্মীও আছেন। তাদের মুক্তির জন্য বিশ্বব্যাপী দাবিও উঠেছে। গত সপ্তাহে জাতিসংঘ মানবাধিকার পরিষদে ৩০টিরও বেশি দেশ ওই নারী অধিকারকর্মীদের আটক করার জন্য সৌদি আরবের সমালোচনা করেছে। তাছাড়া গত বছর অক্টোবরে তুরস্কের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগি হত্যার পর সৌদি আরবের মানবাধিকারের বিষয়টি ভালভাবে খতিয়ে দেখা হচ্ছে। বিচারের মুখোমুখি হওয়া নারী অধিকার কর্মীদের বিরুদ্ধে আনা সুনির্দিষ্ট কোন অভিযোগ সম্পর্কে সরকারী কৌঁসুলির কার্যালয় কিছু জানায়নি। তবে বলা হচ্ছে, ‘তারা (কর্মীরা) সৌদি আরবের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং জাতীয় ঐক্য ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে সমন্বিত এবং সংগঠিত কর্মকান্ড চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।’ ‘গাল্ সেন্টার ফর হিউম্যান রাইটস’ বলেছে, এই নারীরা ন্যায়বিচার নাও পেতে পারে বলে তারা শঙ্কিত।
×