ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ধানমন্ডি উত্তরা মতিঝিলে চক্রাকার বাস সার্ভিস এপ্রিল থেকে

প্রকাশিত: ১০:১৭, ১৪ মার্চ ২০১৯

 ধানমন্ডি উত্তরা মতিঝিলে চক্রাকার বাস সার্ভিস এপ্রিল থেকে

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে এবং যাত্রীদের সুবিধার্থে এপ্রিলের মাঝামাঝি থেকে রাজধানীর ধানমন্ডি, উত্তরা, মতিঝিলে পৃথকভাবে চক্রাকার বাস সার্ভিস চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। বুধবার সন্ধ্যায় ডিএসসিসির নগর ভবনের সভাকক্ষে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে বাস রুট র‌্যাশনালাইজেশন বিষয়ে গঠিত কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মেয়র। এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন। সাঈদ খোকন বলেন, ‘চক্রাকার বাস সার্ভিস প্রক্রিয়াটি আমরা এপ্রিলের মাঝামাঝিতে প্রাথমিকভাবে শুরু করব। তবে জুনে পুরোদমে এ সেবা চালু হবে। সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতায় আমরা এ সেবাটি চালু করতে পারব। এর আগে ডিএসসিসির সভাকক্ষে মেয়র সাঈদ খোকনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান আব্দুর রহমান, পরিবহন মালিক সমিতির নেতা খন্দকার এনায়েতুল্লাহ, সহ ডিএমপি, বিআরটিসি, বিআরটিএ, ডিটিসিএ, রাজউক, ওয়াসাসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
×