ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ব্রাসেলসে জিহাদীর যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশিত: ০৯:১৬, ১৩ মার্চ ২০১৯

ব্রাসেলসে জিহাদীর যাবজ্জীবন কারাদণ্ড

ব্রাসেলসে এক আদালত মঙ্গলবার এক ফরাসী জিহাদীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। প্রসিকিউটররা তাকে ভীরু ও মানসিক ব্যাধিগ্রস্ত ব্যক্তি বলে অভিহিত করার পর তাকে এ দণ্ড দেয়া হয়। মেহদি নেমৌচে নামের এ সন্ত্রাসী ২০১৪ সালে ব্রাসেলসে এক ইহুদী জাদুঘরে সন্ত্রাসী হামলা চালিয়ে ৪ জনকে গুলি করে হত্যা করে। খবর এএফপির। ২০১৪ সালের মে মাসে ওই জাদুঘরে সেমিটিকবিরোধী ক্ষোভে গুলি করে ৪ জনকে হত্যার জন্য মেহদিকে গত সপ্তাহে দোষী সাব্যস্ত করা হয়। যে সিরিয়ার রণাঙ্গন থেকে ফিরে ওই সন্ত্রাসী হামলা চালায়। যে একটি হাতবন্দুক ও একটি কালাশনিকভ রাইফেলের গুলিতে ৯০ সেকেন্ডের কম সময়ের মধ্যে ৪ জনকে হত্যা করে। ঘটনাস্থলে উপস্থিত এক সহায়ক চিকিৎসক এ সন্ত্রাস ঘটনাকে নির্ভুল সার্জিক্যাল হামলা বলে উল্লেখ করেছেন। মেহদি (৩৩) আদালতে বোকার মতো হেসে বা ভান করে বলে, জীবনতো যাচ্ছেই। হত্যার জন্য তাকে কোন দুঃখ প্রকাশ করতে দেখা যায়নি।
×