ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্রাজিলে বন্যায় ১১ জনের মৃত্যু

প্রকাশিত: ০৯:১৬, ১৩ মার্চ ২০১৯

ব্রাজিলে বন্যায় ১১ জনের মৃত্যু

ব্রাজিলের সাও পাওলো শহরে ভয়াবহ বন্যায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। বন্যায় শহরটি রাস্তাগুলো নদীর রূপ নিয়েছে এবং উল্টে পড়া অনেক গাড়ি ভবনের শীর্ষে ও গাছের ভিতরে ঢুকে গেছে। শহরটিতে রবিবার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত প্রায় ১১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং সোমবার সন্ধ্যায় আরও বৃষ্টিপাত হতে পারে। খবর বিবিসি অনলাইনের। পুরো মার্চ মাসে যে পরিমাণ বৃষ্টিপাত প্রত্যাশিত ছিল একদিনেই তার ৭০ শতাংশ হয়েছে বলে জানিয়েছে তারা। সাও পাওলো রাজ্যের নিরাপত্তা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, পাঁচ জন ডুবে মারা গেছেন, বাকিরা অন্তত একজন শিশুসহ ভূমিধসে জীবন্ত চাপা পড়ে মারা গেছেন। বন্যার কারণে সাও পাওলো শহরে যানবাহন চলাচল স্থবির হয়ে পড়েছে। কমুুটার ট্রেনগুলোর সার্ভিস আংশিক বন্ধ রয়েছে। বাস ও গাড়িগুলো বন্ধ হয়ে যাওয়া রাস্তাগুলোতে আটকা পড়ে আছে। আবহওয়ার পূর্বাভাসে অন্তত আরও দুই দিন বৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে। স্থানীয় মেটালওয়ার্কার্স ইউনিয়ন জানিয়েছে, সাও বের্নান্দো দ্যু ক্যাম্পুতে মার্সিডিজ বেঞ্জের ট্রাক ও বাস কারখানা পানিতে ডুবে গেছে এবং কারখানাটির কিছু অংশ বন্ধ রাখা হয়েছে। জার্মানির গাড়ি তৈরির এই প্রতিষ্ঠানটি ব্রাজিলে ট্রাক ও বাসের সবচেয়ে বড় নির্মাতা।
×