ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রশ্নের মুখে পপ তারকা মাইকেল জ্যাকসনের সুনাম

প্রকাশিত: ০৯:১৫, ১৩ মার্চ ২০১৯

প্রশ্নের মুখে পপ তারকা মাইকেল জ্যাকসনের সুনাম

‘লিভিং নেভারল্যান্ড’ নামে একটি তথ্যচিত্র প্রচারের পর মাইকেল জ্যাকসনের সুনাম প্রশ্নের মুখে পড়েছে। সম্প্রতি প্রচারিত ওই অনুষ্ঠানে দেখানো হয়, জেমস সেফচাক ও ওয়েড রবসন নামে দুজন দাবি করছেন, শিশু থাকাকালে তাদের নির্যাতন করেছেন এই গায়ক। যদিও মাইকেল জ্যাকসনের পরিবার ওই অভিযোগ অস্বীকার করেছে। কিন্তু এই অভিযোগ তার নামের ওপর বিশাল এক কালো ছায়া তৈরি করেছে। ওই তথ্যচিত্রে যেসব অভিযোগ তোলা হয়েছে, তা নিঃসন্দেহে অনেককে বিব্রত এবং অস্বস্তিতে ফেলবে। তবে এই গায়ক দোষী না নির্দোষ, তা নিয়ে বিভক্ত মতামত তৈরি হয়েছে। অনেকে বলেছেন, ওই তথ্যচিত্রে মাইকেল জ্যাকসনকে একজন শিশু যৌন নির্যাতনকারী হিসেবে দেখানো হয়েছে। তবে অনেকেই এখনও তার পক্ষে রয়েছেন। জ্যাকসনের বিষয়ে এসব অভিযোগ শক্তভাবে নাকচ করে দিয়েছে তার পরিবার। তারা বলেন, এসব অভিযোগের উদ্দেশ্য হচ্ছে জ্যাকসনের সম্পত্তি থেকে অর্থ হাতিয়ে নেয়া। তবে জ্যাকসনের মা এবং বোন এখনও এসব অভিযোগ প্রসঙ্গে কোন মন্তব্য করেননি। তার মেয়ে প্যারিস জ্যাকসনও এ বিষয়ে সরাসরি কোন মন্তব্য করেননি। ওই তথ্যচিত্রটি যুক্তরাষ্ট্রে প্রদর্শন করায় ‘এইচবিও’র বিরুদ্ধে ১০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছে মাইকেল জ্যাকসনের এস্টেট। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং কানাডাসহ বিশ্বের বেশ কিছু রেডিও স্টেশন মাইকেল জ্যাকসনের গান প্রচার বন্ধ করে দিয়েছে। তবে যুক্তরাজ্যের রেডিও স্টেশনগুলো এখনও এ ধরনের কোন পদক্ষেপ নেয়নি। বিবিসি জানায়, তারাও ওই গায়ককে নিষিদ্ধ করেনি এবং তার গানগুলো বিবিসির অনুষ্ঠানে চলতে পারে। -বিবিসি
×