ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তথ্য বাতায়নে প্রাচ্য পলাশের প্রামাণ্যচিত্র

প্রকাশিত: ১২:২০, ১২ মার্চ ২০১৯

তথ্য বাতায়নে প্রাচ্য পলাশের প্রামাণ্যচিত্র

স্টাফ রিপোর্টার ॥ সরকারী ওয়েব মিডিয়া তথ্য বাতায়নে মুক্তি পেল তরুণ চলচ্চিত্র নির্মাতা প্রাচ্য পলাশ নির্মিত দুটি প্রামাণ্যচিত্র ‘মাইলস্টোন প্লাস’ ও ‘নান্দনিক রূপান্তর’। নির্মাতা প্রাচ্য পলাশ জানান, সড়ক ও জনপথ বিভাগের উন্নয়নমূলক বাস্তবায়িত প্রকল্প নিয়ে ‘মাইলস্টোন প্লাস’ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের উন্নয়নমূলক বাস্তবায়িত প্রকল্প নিয়ে ‘নান্দনিক রূপান্তর’। এলজিইডির উদ্যোগে নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র ‘নান্দনিক রূপান্তর’। চির অবহেলিত দিয়াড় অঞ্চলের মানুষের আজন্ম স্বপ্ন দ্বিতীয় মহানন্দা সেতু বাস্তবায়ন, আমের স্থায়ী ও আধুনিক বিপণন ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং চাঁপাইনবাবগঞ্জের আমের ব্র্যান্ডিং করতে আধুনিক দ্বিতল ম্যাঙ্গো মার্কেট ভবন নির্মাণ, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ নাচোল গোমস্তাপুর ভোলাহাট এ চার উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণসহ উল্লেখযোগ্য বাস্তবায়িত প্রকল্পসমূহ উঠে এসেছে এতে। সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগের নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র ‘মাইলস্টোন প্লাস’। ‘সোনা মসজিদ-চাঁপাই-রাজশাহী’ মহাসড়ক, ‘গোদাগাড়ী-আমনুরা-নাচোল মহাসড়ক’, ‘চাঁপাই-গোমস্তাপুর-রহনপুর সড়ক’সহ যাবতীয় সড়কের উন্নয়ন, ব্রিজ-কালভার্ট সংস্কার প্রভৃতি বিষয় উঠে এসেছে এতে। উল্লেখ্য, প্রাণিসম্পদের উন্নয়নে বিশেষ অবদান রাখায় পদকপ্রাপ্তদের নিয়ে ‘লাইভস্টোক হিরোজ ২০১৮’ ও চাঁপাইনবাবগঞ্জ প্রাণিসম্পদ দফতরের উন্নয়নচিত্র নিয়ে নির্মিত ‘সমৃদ্ধির স্পন্দন’ প্রামাণ্য চলচ্চিত্র দুটি ইতিপূর্বে প্রাণিসম্পদ বিভাগের তথ্য বাতায়নে মুক্তি পায়। প্রাচ্য পলাশ আরও জানান, বাস্তবে যে ধরনের উন্নয়নমূলক কাজ সম্পাদন করা হয়েছে তা নিয়েই এ প্রামাণ্য চলচ্চিত্রগুলো নির্মিত। এ প্রামাণ্য চলচ্চিত্রগুলোতে জেলার প্রায় দেড় হাজার কোটি টাকার উন্নয়নমূলক কর্মকা- তুলে ধরা হয়েছে। নির্মাতার মুক্তিপ্রাপ্ত প্রামাণ্য চলচ্চিত্রগুলো ইউটিউব ভিত্তিক স্মার্ট চ্যানেল প্রাকৃত টিভিতে বিশে^র যে কোন প্রান্ত থেকে দেখা যাবে।
×