ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৩২০ মণ পচা মাংস জব্দ করল র‌্যাবের মোবাইল কোর্ট

প্রকাশিত: ১০:৩২, ১১ মার্চ ২০১৯

 ৩২০ মণ পচা মাংস জব্দ করল র‌্যাবের মোবাইল কোর্ট

স্টাফ রিপোর্টার ॥ রমজান মাসে পাঁচ শ’ টাকা কেজি দরে বিক্রির জন্য ভারত থেকে আমদানি করা হয় ৫শ’ টন পচা মাংস। সেই মজুদ থেকে কিছুদিন আগে দেড় শ’ মণ বিক্রি করা হয় বিশেষ লাভে। এ খবর পেয়ে ওই গুদামে হানা দেয় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। হাতেনাতে পেয়েও যায় পচা মাংসের আড়ত। তাৎক্ষণিক জব্দ করা হয় ৩২০ মণ মাংস। এহেন অপরাধে এক বছরের কারাদন্ড প্রদান করা হয় এমভি নামের ওই কোম্পানির ম্যানেজার সেকান্দার আলীকে। আর মালিক শাহ আলম বাবুল ক্ষমা চেয়ে তওবা করে বলেন, জীবনে আর এমন ব্যবসা করব না।
×