ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কানাডায় নারী দিবসের সম্মাননা পেলেন বাংলাদেশী বংশোদ্ভূত ডলি বেগম

প্রকাশিত: ১০:৩০, ১১ মার্চ ২০১৯

 কানাডায় নারী দিবসের  সম্মাননা পেলেন  বাংলাদেশী বংশোদ্ভূত ডলি বেগম

বিডিনিউজ ॥ আন্তর্জাতিক নারী দিবসে কানাডার ‘পেস-আরএমএম উইম্যান এ্যাচিভার্স এ্যাওয়ার্ড ২০১৯’ পেলেন বাংলাদেশী-কানাডিয়ান ডলি বেগম। তিনি কানাডার অন্টারিয়ো প্রদেশের একজন সংসদ সদস্য। কমিউনিটিতে অবদান রাখার জন্য ‘উইম্যান অব ডিস্টিংশন’ ক্যাটাগরিতে তাকে এ সম্মাননা দেয় বেসরকারী সংস্থা ‘প্রগ্রেসিভ এ্যাকশন ফর কমিউনিটি এমপাওয়ারমেন্ট’ (পেস) ও টরন্টো থেকে সম্প্রচারিত শিক্ষামূলক বিনোদন চ্যানেল ‘ রেডিও মেট্রো মেইল’ (আরএমএম)। পেস ও আরএমএম এর প্রতিনিধিরা স্থানীয় সময় শনিবার এ সম্মাননা দেয়ার ঘোষণা দেন। অনুষ্ঠানে ডলি বেগমকে শুভেচ্ছা জানিয়ে রেডিও মেট্রো মেইলের চেয়ারপার্সন নুসরাত জাহান বলেন, ‘প্রতি বছর কানাডার সামাজিক, রাজনৈতিক ও জাতীয় জীবনে বিশেষ অবদানের জন্য বাংলাদেশী বংশোদ্ভূত একজন কানাডিয়ান নারীকে আমরা সম্মাননা জানাই। এ বছর ডলি বেগমের এ সম্মাননা প্রাপ্তিতে কানাডায় বাংলাদেশী বংশোদ্ভূত নারীরা মূলধারার রাজনীতিতে আরও বেশি অবদান রাখতে উৎসাহিত হবেন বলে আমরা আশা করি।’ উইমেন এ্যাচিভার্স পুরস্কার উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে ডলি বেগম বলেন, ‘কম্যুনিটির সর্বস্তরের মানুষ ও সংগঠনের ভালবাসা ও বিশ্বাসের ওপর ভর করেই আমার সব কাজ, কম্যুনিটির মানুষের ক্ষমতায়নের জন্য সাধ্যমতো আমি সব কিছুই করতে প্রস্তুত, মানুষের জন্য, মানুষের পরামর্শেই কাজ করতে চাই।
×