ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএসপিএ ভলিবল রিপোর্টিং বিষয়ক ওয়ার্কশপ

প্রকাশিত: ০৯:৫৯, ১১ মার্চ ২০১৯

 বিএসপিএ ভলিবল রিপোর্টিং বিষয়ক ওয়ার্কশপ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ স্পোর্টস প্রেস এ্যাসোসিয়েশনের (বিএসপিএ) ব্যবস্থাপনায় রবিবার অনুষ্ঠিত হয়েছে ব্লেজার বিডি-বিএসপিএ ওয়ার্কশপ। এবারের ওয়ার্কশপের বিষয়বস্তু ছিল ‘ভলিবল রিপোর্টিং’। যেখানে অংশ নিয়েছেন বিভিন্ন গণমাধ্যমের প্রায় ৫০ জন সাংবাদিক। বঙ্গবন্ধু স্টেডিয়ামের সম্মেলন কক্ষে ওয়ার্কশপের উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ব্লেজার বিডি’র কর্ণধার এবং বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) কোষাধ্যক্ষ কাজী রাজিবউদ্দীন আহমেদ চপল। বিএসপিএ’র সিনিয়র সহ-সভাপতি পরাগ আরমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ’র সঞ্চালনায় ওয়ার্কশপটি পরিচালনা করেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের রেফারিজ কমিটির চেয়ারম্যান মনিরুল হক এবং বাংলাদেশ জাতীয় ভলিবল দলের কোচ গোলাম রসুল মেহেদী। এ সময় ভলিবলের নানা বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন বিএসপিএ’র সিনিয়র সদস্যরা।
×