ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পিছিয়ে পড়েও দাপুটে জয় বার্সিলোনার

প্রকাশিত: ০৯:৫৬, ১১ মার্চ ২০১৯

 পিছিয়ে পড়েও দাপুটে জয় বার্সিলোনার

জাহিদুল আলম জয় ॥ পিছিয়ে পড়েও স্প্যানিশ লা লিগায় দুর্দান্ত জয় পেয়েছে বার্সিলোনা। শনিবার রাতে ঘরের মাঠে অতিথি রায়ো ভায়েকানো শুরুতে চমকে দিয়েছিল কাতালানদের। তবে অধিনায়ক লিওনেল মেসির ম্যাজিকে ভর করে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বর্তমান চ্যাম্পিয়নরা। তাতে ৩-১ গোলের দারুণ জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সিলোনা। একই রাতে আরেক ম্যাচে লেগানেসকে ১-০ গোলে হারিয়েছে এ্যাটলেটিকো মাদ্রিদ। বর্তমানে ২৭টি করে ম্যাচ শেষে ১৯ জয় ও ছয় ড্রয়ে বার্সিলোনার পয়েন্ট সর্বোচ্চ ৬৩। ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে এ্যাটলেটিকো মাদ্রিদ। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ৪৮ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। পিছিয়ে পড়ার পর এই ম্যাচে আরেকবার দলের ত্রাতা হিসেবে আবির্ভূত হন মেসি। আর্জেন্টাইন গোলমেশিনের জাদুতেই খেলায় ফেরে কাতালানরা। পুরো ম্যাচে তিনি ছিলেন দুর্দান্ত। ইউরোপের সেরা পাঁচ লীগে চলতি মৌসুমে সর্বোচ্চ (২৬) গোলের মালিক এখন মেসি। গোল এ্যাসিস্টের (১২) রেকর্ডও তার দখলে। দারুণ এই জয়ে স্পেনের শীর্ষ লীগে কোন এক দলের বিপক্ষে নিজেদের ইতিহাসে টানা সর্বোচ্চ ১৩ জয়ের রেকর্ড গড়েছে বার্সা। ম্যাচের শুরু থেকে বল দখলে একচেটিয়া এগিয়ে থাকা বার্সিলোনা ২৩ মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায়। কিন্তু ডি বক্সে মেসির পাস ফাঁকায় পেয়ে গোলরক্ষক বরাবর দুর্বল শট নেন ফিলিপ কুটিনহো। পরের মিনিটেই পাল্টা আক্রমণে রাউল ডে টমাসের চোখ ধাঁধানো গোলে এগিয়ে যায় সফরকারী ভায়েকানো। বল পায়ে অনেকটা ছুটে গিয়ে ডিফেন্ডার জেরার্ড পিকেকে কাটিয়ে আরেক ডিফেন্ডারকে কোন সুযোগ না দিয়ে ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ ফরোয়ার্ড। দারুণ ফর্মে থাকা টমাসের চলতি মৌসুমে লীগে এটা ১১ নম্বর গোল। এরপর ম্যাচে ফিরতে মরিয়া বার্সা ৩৮ মিনিটে পিকের দর্শনীয় গোলে সমতায় ফেরে। ডানদিক থেকে মেসির মাপা ফ্রিকিকে ফাঁকায় বল পেয়ে নিখুঁত হেডে অতিথি গোলরক্ষককে পরাস্ত করেন স্প্যানিশ ডিফেন্ডার। দুই মিনিট পর নিজেই ব্যবধান দ্বিগুণ করার সুযোগ সৃষ্টি করেন মেসি। কিন্তু দু’জনকে কাটিয়ে ডি বক্সে ঢুকে ঠিকমতো শট নিতে পারেননি আর্জেন্টাইন তারকা। বিরতির পর ৫১ মিনিটে মেসির সফল স্পটকিকে এগিয়ে যায় বার্সিলোনা। পর্তুগীজ ডিফেন্ডার নেলসন সেমেডো ডি বক্সে ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এই ম্যাচের মধ্য দিয়ে বার্সিলোনার হয়ে লীগে সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় আন্দ্রেস ইনিয়েস্তাকে (৪৪২) ছাড়িয়ে গেছেন মেসি। ৪৪৩ ম্যাচ খেলা তারকা এই ফরোয়ার্ডের সামনে আছেন কেবল জাভি হার্নান্দেজ (৫০৫)। ম্যাচের ৮২ মিনিটে উসমান ডেম্বেলের বাড়ানো বল ধরে খানিক আগে বদলি নামা ইভান রাকিটিচের সঙ্গে ডি বক্সে দেয়া-নেয়া করে গোল করেন সুয়ারেজ। এদিকে আরেকবার স্প্যানিশ লা লিগায় ফেরার সম্ভাবনা জোরালো হয়েছে নেইমারের। বর্তমানে ফরাসী ক্লাব পিএসজিতে খেলা নেইমার এর আগে খেলেছেন স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনায়। কিন্তু বর্তমানে রিয়াল নিদারুণ দুঃসময় অতিবাহিত করায় ব্রাজিলিয়ান তারকাকে চাইছে যে কোন মূল্যে। মাঠের লড়াই থেকে ক্রিস্টিয়ানো রোনাল্ডো চলে যাওয়ার পর তার সঠিক একজন উত্তরসূরি এখনও নিয়ে আসেনি রিয়াল। যে কারণে চারদিক থেকে আওয়াজ উঠছে সিআর সেভেনের সমমানের কাউকে নিয়ে আসার। অবশেষে রিয়াল কর্মকর্তারা উপলব্ধি করতে পেরেছেন সমর্থকদের মনের কথা এবং তারা এরই মধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, যেভাবেই হোক ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে পিএসজি থেকে উড়িয়ে আনবেন মাদ্রিদে। ২২২ মিলিয়ন ইউরো দিয়ে বার্সিলোনা থেকে পিএসজি কিনে নিয়েছিল নেইমারকে। তিনি হয়ে গেলেন সবচেয়ে দামী ফুটবলার। এবার সেই নেইমারকে পিএসজির মূল্যের দ্বিগুণের বেশি মূল্য দিয়ে কেনার প্রস্তুতি নিচ্ছে।
×