ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শেয়ারবাজারে লেনদেনে পতন অব্যাহত

প্রকাশিত: ০৯:৩৬, ১১ মার্চ ২০১৯

শেয়ারবাজারে লেনদেনে পতন অব্যাহত

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবারে উত্থানের মধ্য দিয়ে শেষ হয়েছে উভয় শেয়ারবাজারে লেনদেন। দিনটিতে বেড়েছে অংশ নেয়া বেশিরভাগ শেয়ারের দর। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ কমেছে। ব্যাংকগুলোর এডিআর রেশিও বা ঋণ আমানত অনুপাত সমন্বয়ের সময়সীমা আরও ছয় মাস বাড়ানোর প্রজ্ঞাপন জারির পরে সকালে সূচকের মাঝারি ধরনের উত্থান দেখা দেয়। কিন্তু শেষ বিকেলে শেয়ার বিক্রির চাপ বেড়ে যাওয়ায় সূচকের বড় উত্থান আর টেকেনি। একইসঙ্গে শেয়ারবাজারে লেনদেনও আগের দিনের তুলনায় কমেছে। আগের প্রজ্ঞাপন অনুসারে ব্যাংকগুলোকে চলতি মার্চ মাসের মধ্যে এডিআর রেশিও সমন্বয় করতে হতো। এটি করতে হলেও বাজারে তারল্য সঙ্কট দেখা দিত। কিন্তু এডিআর রেশিও সমন্বয়ের সময় বাড়ানোর কারণে এখন আর তারল্য সঙ্কট কাটাতে শেয়ার বিক্রি করতে হবে না। বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭১০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩১১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১ পয়েন্টে। ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৬২ কোটি ১৪ লাখ ৩০ হাজার টাকার। যা গত গত কার্যদিবস থেকে ২৯ কোটি টাকা কম। গত কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৪৯১ কোটি ৫৭ লাখ ১৭ হাজার টাকা। ডিএসইতে ৩৪৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৪ শতাংশ বা ১৮৭টির, কমেছে ৩২ শতাংশ বা ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪ শতাংশ বা ৪৮টির। এদিকে ডিএসইর দরপতনের তালিকায় শীর্ষে রয়েছে ডাচ-বাংলা ব্যাংক। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ২৭ শতাংশ বা ১৬ টাকা ৫০ পয়সা কমেছে। তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ১৮৩ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩ হাজার ৩৬২ বারে ১০ লাখ ৬ হাজার ৬৭২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৯ কোটি ৯ লাখ ৬৪ হাজার টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-১। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৬৭ শতাংশ বা ৫০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৭ টাকা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৭৭ বারে ২ লাখ ৭ হাজার ৫৭৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৪ লাখ ৩৭ হাজার টাকা। লংকাবাংলা ফিন্যান্স তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ১৫ শতাংশ বা ১ টাকা ৬০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৪ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৯৬৪ বারে ২২ লাখ ৮৮ হাজার ৮১৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৬৩ লাখ ৭২ হাজার টাকা। তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানি হচ্ছে- শ্যামপুর সুগার মিলস, ইস্টার্ন ক্যাবলস, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, আরামিট সিমেন্ট, স্যাফকো স্পিনিং, এশিয়া ইন্স্যুরেন্স ও এমএল ডায়িং। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৪৭৭ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৪১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৫টির, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির।
×