ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লক্ষ্মীপুরে ৩৮ জনের বিরুদ্ধে মামলা ॥ গ্রেফতার ৭

প্রকাশিত: ০৯:১৯, ১১ মার্চ ২০১৯

  লক্ষ্মীপুরে ৩৮  জনের বিরুদ্ধে মামলা ॥ গ্রেফতার ৭

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১০ মার্চ ॥ রামগতি উপজেলার রামদয়াল এলাকায় অবসরপ্রাপ্ত উপজেলা প্রকৌশলী আবুল বাসার হত্যার প্রতিবাদে বিক্ষ্ব্ধু হয়ে উঠেছে এলাকাবাসী। হত্যাকারী ভূমি দস্যুদের গ্রেফতার ও তাদের শাস্তির দাবিতে শনিবার বিকেল থেকে রবিবার পর্যন্ত দু’দিন যাবত এলাকার নারী-পুরুষ ও শিক্ষার্থীরা স্থানীয় রামদয়াল বাজারে বিক্ষোভ ও মানববন্ধন করেছে। এ সময় তারা এ হত্যাকা-ের প্রধান নায়ক স্থানীয় সাবেক এমপি আবদুল্যা আল মামুনের ভাগ্নে রাসেলকে দায়ী করে। স্থানীয়রা অভিযোগ করেন, আওয়ামী লীগের সাবেক ওই এমপির প্রভাবে রাসেল এলাকায় চাঁদাবাজি সন্ত্রাস ও জমি দখলসহ বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে। বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচীতে মেঘনা পাড়ের হাজারো নারী-পুরুষ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এ ঘটনায় সাবেক এমপির ভাগ্নে আল আমিন রাসেলসহ ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫জন মোট ৩৮জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী নিহতের ছেলে আবুল হাসনাত মোঃ সাইদউদ্দিন। পুলিশ এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৯জনকে আটক করেছে। আটককৃতদের মধ্যে রয়েছে, জমির উদ্দিন, আবদুল আলী, অহিদুর রহমান, নুরউদ্দিন, মাহফুজুল হক, দুলাল, মন্তাজুল হকসহ ৯জন। মামলার তদন্ত ভার দেয়া হয়েছে এস আই ওমর ফারুককে। তবে এদের মধ্যে পুলিশ ৭জনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে রামদয়াল বাজারে আটটি দোকান দখল করে দিয়ে নিজে দু’টি দোকানের মালিক হয়েছে আল আল আমিন রাসেল। একই বাজারে ইলেক্ট্রিক দোকান থেকে মালিককে বের করে দিয়ে নিজে দখল করে নিয়েছে রাসেল। এ বিষয়ে তার সেলফোনে যোগাযোগের চেষ্টা করেও তার মতামত নেয়া যায়নি। উল্লেখ্য, শনিবার সকালে সরকারী অবসরপ্রাপ্ত ওই কর্মকর্তার জমি দখল করতে আসলে বাধা দেয়ায় আল আমিন রাসেলের নেতৃত্বে সন্ত্রাসীরা আবুল বাশারকে পিটিয়ে হত্যা করে এবং তার ছেলে সোহেলসহ দু’জনকে কুপিয়ে আহত করে।
×