ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে মেলার নামে নগ্ন নৃত্য

প্রকাশিত: ০৯:১৮, ১১ মার্চ ২০১৯

  দিনাজপুরে মেলার নামে নগ্ন নৃত্য

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বিরল উপজেলার ধুকুরঝাডী ইউনিয়নে দু’টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে চালানো হচ্ছে জুযার আসর, র‌্যাফেল ড্র, হাউজি ও নগ্ন নৃত্য। ফলে সর্বশান্ত হচ্ছে এলাকার সাধারণ মানুষ। দিনাজপুর জেলা শহর থেকে মাত্র ৮ কিলোমিটার পশ্চিমে সড়কের পাশেই রয়েছে ধুকুরঝাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। কোন কারণ ছাড়াই গত ৭ দিন ধরে ধুকুরঝাড়ী প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ছুটি ঘোষণা করে স্কুলের মাঠে দোকান আর জুয়া, হাউজি ও র‌্যাফেল ড্র’র বিশাল প্যান্ডেল করা হয়েছে। সন্ধ্যার পর সেখানে শুরু হয় হাউজি, জুয়া, র‌্যাফেল ড্র, আর নগ্ন নৃত্য। ধুকুরঝাড়ী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সাইদুর রহমান জানায়, বিদ্যালয় বন্ধ রেখে পশু মেলার নামে চলছে র‌্যাফেল ড্র, হাউজি ও নগ্ন নৃত্য। বিদ্যালয়কে হাউজি কার্যালয় ও মাঠকে প্যান্ডেল এবং প্রধান শিক্ষকের কার্যালয়কে মুক্তা র‌্যাফেল ড্র’র অফিস বানিয়ে জমজমাটভাবে চলছে জুয়ার আসর।
×