ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দোকান কর্মচারীকে অপহরণের প্রতিবাদে সড়ক অবরোধ

প্রকাশিত: ০৯:১৮, ১১ মার্চ ২০১৯

 দোকান কর্মচারীকে অপহরণের প্রতিবাদে সড়ক  অবরোধ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ বড় বাজারের ভীষণ কেয়ার নামে একটি চশমার দোকানে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। পিন্টু ওরফে ট্যারা পিন্টুর নেতৃত্বে সন্ত্রাসীরা দোকান ভাংচুর ও লুটপাট করে। এসময় তারা মোহিত নামে এক কর্মচারীকে অপহরণ করে। প্রতিবাদে দোকান বন্ধ করে ব্যবসায়ীরা শহরের দড়াটানা অবরোধ করে রাখে। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দুপুর বারোটার পর পরই তিনটি মোটরসাইকেলে করে সন্ত্রাসী পিন্টু ওরফে ট্যারা পিন্টুর নেতৃত্বে জাকির, রাসেল ও রানাসহ ৯জন দোকানে আসে। এ সময় তারা ভিশন কেয়ারে ভাংচুর এবং লুটপাট করে। এতে বাধা দেয়ায় দোকান কর্মচারী মোহিতকে তারা তুলে নিয়ে যায়। প্রতিবাদে তাৎক্ষণিকভাবে চশমা ব্যবসায়ী সমিতির সিদ্ধান্তে দোকানপাট বন্ধ করা হয়। পরে শহরের দড়াটানা চত্বরে গিয়ে তারা অবস্থান করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ব্যবসায়ীদের দাবি, যশোর জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মেহেদী হাসানের নির্দেশে সন্ত্রাসীরা এই হামলা ও মোহিতকে অপহরণ করেছে। অপহরণের পর তারা মোহিতকে মেহেদী হাসানের বাড়িতে নিয়ে গেছে বলে দাবি তাদের।
×