ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফটিকছড়িতে ৯ বসত-ঘর ভস্মীভূত

প্রকাশিত: ০৯:১৭, ১১ মার্চ ২০১৯

 ফটিকছড়িতে ৯ বসত-ঘর ভস্মীভূত

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, ১০ মার্চ ॥ উপজেলার বখতপুরের চারাবটতল সোনাগাজির বাড়িতে শনিবার সন্ধ্যায় এক অগ্নিকান্ডে ৯ বসত ঘর পুড়ে গেছে। অগ্নিকান্ডে পুড়ে গেছে শাহজামাল, নবি, আজম উদ্দীন, করিম, মুন্সিমিয়া, নুরু উদ্দীন, মহিউদ্দিন, ইসলামসহ ৯ জনের বসত ঘর। এতে ক্ষতির পরিমাণ আনুমানিক ২৫ লাখ টাকা। হাত বাতির আগুন থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মাদারীপুর নিজস্ব সংবাদদাতা মাদারীপুর থেকে জানান, সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের পূর্ব কলাগাছিয়া গ্রামের সুখচাঁন বৈরাগীর বাড়িতে শনিবার সন্ধ্যায় অগ্নিকান্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কেন্দুয়া ইউনিয়নের মেম্বার মোঃ আনোয়ার হোসেন মোল্লার দাবি, অগ্নিকা-ে ৩ পরিবারের নগদ অর্থ, স্বর্ণালঙ্কারসহ ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। জানা গেছে, শনিবার সন্ধ্যা রাতে রণজিত বৈরাগীর বাড়ির রান্নাঘর থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ৩ পরিবারের টিনশেডের বসতঘর ও ঘরে রক্ষিত নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের সময় আরও ২ পরিবারের আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো-সুখচাঁন বৈরাগী, দুখিরাম বৈরাগী ও নকুল বৈরাগী। এ সময় সুখচাঁন বৈরগীর স্ত্রী মমতা বৈরাগী ও ছেলে রাজ বৈরাগী আহত হয়।
×