ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুন্সীগঞ্জে বাস চাপায় দুই পথচারী নিহত

প্রকাশিত: ০৯:১৫, ১১ মার্চ ২০১৯

 মুন্সীগঞ্জে বাস চাপায় দুই  পথচারী  নিহত

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ ঢাকা-মাওয়া মহাসড়কের লৌহজং উপজেলার চন্দ্রেরবাড়ী নামকস্থানে বাস চাপায় দুই পথচারী নিহত হয়। এ সময় গুরুতর আহত আরও দু’জন। নিহতরা হলো লৌহজংয়ের পূর্ব শিমুলিয়া গ্রামের মৃত ওয়াজউদ্দিন শেখের পুত্র আব্দুর রহমান শেখ (৭০) ও একই গ্রামের মৃত নাজির দেওয়ানের পুত্র পরশ আলী দেওয়ান (৬৫)। জানা গেছে, রবিবার সকাল পৌনে ৯টার দিকে শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া ঢাকামুখী বিআরটিসি পরিবহনের বাসটি ওভারটেক করার সময়ে চন্দ্রের বাড়ী বাজারের কাছে রাস্তার পাশে একটি নির্মাণ সামগ্রীর দোকানির ওপর উঠিয়ে দেয়। এই সময় ভ্যানে নির্মাণ সামগ্রী বোঝাইরত এই দু’বৃদ্ধ নিহত হয়। যশোরে যুবক স্টাফ রিপোর্টার, যশোর অফিস জানায় নেওয়াজ হোসেন নামে এক যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রবিবার দুপুরে সদর উপজেলার সারথি মিল মোড়ে তিতুমীর ছাত্রাবাসের সামনে এই দুর্ঘটনা ঘটে। তার লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত নেওয়াজ ওই এলাকার মিন্টুর ছেলে। নেওয়াজের ফুফাতো ভাই শাহরুখ জানান, সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধোয়ার জন্য ওই এলাকায় আনা হয়। এ সময় নেওয়াজসহ আরও কয়েকজন ওই গাড়িতে ওঠেন। এ সময় দ্রুত ওই গাড়ি থেকে নামতে গিয়ে পড়ে যান নেওয়াজ। তখন গাড়ির পেছনের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
×