ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধা সেলিম হত্যার মূল আসামিকে গ্রেফতার দাবি

প্রকাশিত: ০৯:১২, ১১ মার্চ ২০১৯

 ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধা সেলিম হত্যার মূল আসামিকে গ্রেফতার দাবি

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান সেলিম হত্যায় মূল আসামি গ্রেফতার ও ফাঁসির দাবিতে রবিবার সকালে ঈশ্বরদীর রূপপুর মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পাকশী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের ডাকে ঘণ্টা কালব্যাপী অনুষ্ঠিত এসব কর্মসূচীতে বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা চান্না, আওয়ামী লীগ সভাপতি হাবিবুল ইসলাম, সাবেক এমপি সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান পিন্টু, আওয়ামী লীগ নেতা জহুরুল ইসলাম মালিথা জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম বাবু মন্ডল, মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সেলিমের ছেলে তানভীর রহমান তন্ময়, শিক্ষক সমিতির সভাপতি ফজলুল হক, অধ্যক্ষ পারভেজ সরদার, মাদ্রাসা সুপার আব্দুল করীম, ও মোস্তাফিজুর রহমান ছবি, আওয়ামী লীগ নেতা রেজাউল করীম রাজা, মহিদুল ইসলাম, প্রধান শিক্ষক ইসাহক আলী, মুক্তিযোদ্ধা সাহাবউদ্দিন সেলিম, আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক, আক্তারুজ্জামান মালিথা, মিরাজ হোসেন, ইকবাল হায়দার, মাসুদুর রহমান বিশ্বাস ও পলাশসহ অন্যরা। পাকমী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার জাহাঙ্গীর আলম এতে সভাপতিত্ব করেন। বক্তারা অভিযোগ করে বলেন, মুক্তিযোদ্ধা সেলিম হত্যার নির্দেশদাতা পাকশী ইউপি চেয়ারম্যান এনামুল হককে গ্রেফতার করতে হবে। অন্যথায় পরবর্তীতে মানববন্ধন পরিহার করে মিল, কলকারখানা, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল পর্যায়ে হরতাল ধর্মঘটসহ বৃহত্তর আন্দোলন করা হবে। সমাবেশে গণসাক্ষর কর্মসূচী শুরু করা হয়। বক্তারা পুলিশের প্রতি আস্থা আছে উল্লেখ করে বলেন, সেলিম হত্যাকান্ডের সঙ্গে জড়িত দু’জনকে পুলিশ গ্রেফতার করেছে। কিন্তু নির্দেশ দাতা গডফাদার প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাকে গ্রেফতার করতে হবে।
×