ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডিএসইতে লেনদেন কমেছে ২.২৮ শতাংশ

প্রকাশিত: ১১:৩৬, ১০ মার্চ ২০১৯

ডিএসইতে লেনদেন কমেছে ২.২৮ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের পতন হলেও লেনদেন বেড়েছে উভয় বাজারে। গত সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ২.২৮ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, গত সপ্তাহে ডিএসইতে মোট ২ হাজার ৯৮০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। তবে এর আগের সপ্তাহে লেনদেন হয় ২ হাজার ৯১৩ কোটি টাকার। সেই হিসাবে আলোচ্য সপ্তাহে লেনদেন বেড়েছে ৬৭ কোটি টাকা বা ২ দশমিক ২৮ শতাংশ। সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৯০ দশমিক ৫০ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ৭ দশমিক ৭১ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১ দশমিক ১৯ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে দশমিক ৬১ শতাংশ। ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক কমেছে দশমিক ৪৫ শতাংশ বা ২৫.৪৫ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই ৩০ সূচক কমেছে দশমিক ২৮ শতাংশ বা ৫ দশমিক ৫২ পয়েন্ট। অপরদিকে, শরীয়াহ বা ডিএসইএস সূচক কমেছে দশমিক ৮৩ শতাংশ বা ১০ দশমিক ৯৬ পয়েন্টে। সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৫২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৩টি কোম্পানির। আর দর কমেছে ২৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির। আর লেনদেন হয়নি ৩টি কোম্পানির শেয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে স্যাফকো স্পিনিং মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ১৮ দশমিক ৭২ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ২৪ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ১৭ কোটি ৬৫ লাখ ২৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৫৩ লাখ ৪ হাজার ৬০০ টাকা। দ্বিতীয় স্থানে থাকা রূপালী ব্যাংকের সর্বোচ্চ দর বেড়েছে ১১ দশমিক ৯৯ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ৪৩ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ২০ কোটি ৫৬ লাখ ৬০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ১১ লাখ ৩২ হাজার টাকা। তৃতীয় স্থানে থাকা ডাচ্-বাংলা ব্যাংকের সর্বোচ্চ দর বেড়েছে ১১ দশমিক ৩৮ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ১৯৯ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৬৩ কোটি ৪৭ লাখ ৮২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১২ কোটি ৬৯ লাখ ৫৬ হাজার ৪০০ টাকা। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে - সিঙ্গার বিডি, ভিএফএস থ্রেড, বিডিকম অনলাইন, কাট্টালি টেক্সটাইল, জেনেক্স ইনফোসিস, ফনিক্স ফিন্যান্স ও এসকে ট্রিমস। অন্যদিকে বেশিরভাগ কোম্পানির দর কমায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ০.৭৪ শতাংশ কমেছে। জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১৬.১৯ পয়েন্টে। যা সপ্তাহ শেষে ১৬.০৭ পয়েন্টে অবস্থান করছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.১২ পয়েন্ট বা ০.৭৪ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ১০.৫৬ পয়েন্টে। এছাড়া তথ্যপ্রযুক্তি খাতের ১৯.৮৩ পয়েন্টে, বস্ত্র খাতের ১৭.১৯ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ১৯.১৫ পয়েন্টে, প্রকৌশল খাতের ১৬.৮৪ পয়েন্টে, বীমা খাতের ১৪.৪৩ পয়েন্টে, বিবিধ খাতের ২৭.২৮ পয়েন্টে, খাদ্য খাতের ২২.০২ পয়েন্টে, চামড়া খাতের ১৬.৩৯ পয়েন্টে, সিমেন্ট খাতের ৩৩.৭৬ পয়েন্টে, বিদ্যুত ও জ্বালানি খাতের ১২.৮৬ পয়েন্টে, আর্থিক খাতের ২৩.৬১ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতের ২০.৪৯ পয়েন্টে, পেপার খাতের ৩৫.০৫ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতের ১৫.৩৭ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ১৭.১৭ পয়েন্টে, সিরামিক খাতের ১৯.২০ পয়েন্টে এবং পাট খাতের পিই ৬৮৪.৫০ পয়েন্টে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে তালিকাভুক্ত মোট ২৯৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৯টি কোম্পানির। আর দর কমেছে ১৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির।
×