ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তেলের উৎপাদন কমাচ্ছে ওপেক

প্রকাশিত: ১০:৪১, ১০ মার্চ ২০১৯

 তেলের উৎপাদন কমাচ্ছে ওপেক

অর্থনৈতিক রিপোর্টার ॥ দাম বাড়াতে কমানো হচ্ছে জ্বালানি তেলের উৎপাদন। এক মাসের ব্যবধানে দিনে উৎপাদন কমানো হয়েছে ৩ লাখ ব্যারেল। তেল রফতানিকারক দেশগুলোর জোট অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ- ওপেকের সিদ্ধান্তে বিশ্বব্যাপী এই জ্বালানি পণ্যের উৎপাদন কমানো হয়েছে। ফেব্রুয়ারিতে অপরিশোধিত জ্বালানি তেলের দৈনিক গড় উৎপাদন ছিল ৩ কোটি ৬ লাখ ৮০ হাজার ব্যারেল। মাসের ব্যবধানে যা কমেছে ৩ লাখ ব্যারেল। ২০১৫ সালের ফেব্রুয়ারির পর এটাই ওপেকভুক্ত দেশগুলোর জ্বালানি তেলের সর্বনিম্ন মাসিক গড় উত্তোলনের রেকর্ড।
×