ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রবিউলের গোলে কম্বোডিয়াকে হারাল বাংলাদেশ

প্রকাশিত: ১০:০৩, ১০ মার্চ ২০১৯

 রবিউলের গোলে  কম্বোডিয়াকে হারাল বাংলাদেশ

রুমেল খান ॥ কোন্ ব্যাপারটি বেশি আকর্ষক- দীর্ঘ পাঁচ মাস ও দুই হারের পর আবারও জয়ের মুখ দর্শন? ২০ ধাপ পিছিয়ে থাকা প্রতিপক্ষকে হারানো? প্রতিপক্ষকে তাদের নিজেদের মাটিতে হারানো? নাকি নবাগত এক এ্যাটাকিং মিডফিল্ডারের অভিষেক আন্তর্জাতিক ম্যাচে তারই দেয়া একমাত্র গোলে প্রতিপক্ষকে হারানো? উত্তর যাই হোক, সব কথার শেষ কথা কিন্তু একটাই- ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে শনিবার আসিয়ান অঞ্চলের দেশ কম্বোডিয়াকে ১-০ গোলে হারিয়ে মধুর জয় কুড়িয়ে নিয়েছে সাফ অঞ্চলের দেশ বাংলাদেশ। খেলার ৮৩ মিনিটে প্রতিপক্ষের সীমানার বাঁপ্রান্ত দিয়ে আক্রমণে যায় বাংলাদেশ। মাহবুবুর রহমান সুফিল বল নিয়ে প্রতিপক্ষের বক্সে ঢুকে বাঁ পায়ের যে গড়ানো কাটব্যাক করেন তা বাঁ পায়ের প্লেসিং শটে নিখুঁতভাবে জালে পাঠান বিপলু আহমেদের পরিবর্তে মাঠে নামা মিডফিল্ডার রবিউল হাসান (১-০)। প্রতিপক্ষ গোলরক্ষক ঝাঁপিয়ে পড়েও শেষরক্ষা করতে পারেননি। বল তার হাত ফস্কে চলে যায় জালে। এমন জয় পেয়ে বাংলাদেশ শিবির বেশ উচ্ছ্বসিত। দীর্ঘদিন পর ফুটবল দলে জয়ের সুবাতাস। জয়ের নায়ক রবিউল হাসান ম্যাচশেষে জয়সূচক গোলটি দেশবাসীর উদ্দেশে উৎসর্গ করেছেন, ‘এটাই আমার প্রথম আন্তর্জাতিক গোল। এই অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। সবার দোয়ায় গোল করতে পেরেছি। এই গোলটি দেশের মানুষের জন্য উৎসর্গ করতে চাই।’ বাংলাদেশের ইংলিশ কোচ জেমি ডে এসেছেন প্রায় বছরখানেক হলো। বয়সভিত্তিক দল ছাড়াও জাতীয় দল নিয়ে কাজ করছেন। ম্যাচশেষে তার প্রতিক্রিয়া, ‘ভাল ম্যাচ হয়েছে। ছেলেরা ভাল খেলেছে। তারা মাঠে অনেক পরিশ্রম করেছে। কম্বোডিয়া কঠিন প্রতিপক্ষ ছিল। আমাদের দলটি তারণ্যনির্ভর। ওরা লং শটে খেলার চেষ্টা করেছে। আমরা আমাদের মতো করে ম্যাচ জিতেছি।’ নমপেনের অলিম্পিক স্টেডিয়ামে এই জয়ের মাধ্যমে কম্বোডিয়ার বিপক্ষে নিজেদের জয়ের রেকর্ড শতভাগ অক্ষুণ্ণ রাখলো জেমি ডে’র শিষ্যরা। এ নিয়ে চারবারের মোকাবেলায় তিনবারই জিতলো বাংলাদেশ। অপর ম্যাচটি ড্র হয়। এর আগে বাংলাদেশ সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচে জয় পেয়েছিল ২০১৮ সালের ১ অক্টোবর। ঢাকায় অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপের গ্রুপপর্বে তারা বিপলু আহমেদের একমাত্র গোলে (১-০) হারিয়েছিল লাওসকে। শনিবার ম্যাচে বল পজেশন (৫৮%-৪২%) এবং ফাউলে (১২-১০) এগিয়েছিল কম্বোডিয়া। তবে কর্নার (৮-২), শট অন টার্গেট (৪-১) এবং অফসাইডে (২-১) এগিয়েছিল বাংলাদেশ। প্রথমার্ধে বাংলাদেশ খেলে কিছুটা ধীরগতিতে, ছোট ছোট পাসে। তবে তারাই বেশি প্রাধান্য বিস্তার ও আক্রমণ করে খেলে। পক্ষান্তরে কম্বোডিয়া জোরালো কোন আক্রমণ শানাতে না পারলেও তাদের খেলার ধরন ছিল বেশ দ্রুতগতির এবং লম্বা পাসে। এই সেই রবিউল (আরামবাগ ক্রীড়া সংঘের ফুটবলার), যিনি ২০১৮ সালের সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে জাতীয় দলে অল্পের জন্য ঢুকতে পারেননি। প্রাথমিক দলে ছিলেন। কিন্তু কোচ জেমি ডে দলে তিন গোলরক্ষক রাখতে গিয়ে বাদ দেন রবিউলকে। শনিবার সেই রবিউল নিজের ইন্টারন্যাশনাল ডেব্যু ম্যাচে গোল করে দলকে এনে দেন মধুর জয়। গত ১০ অক্টোবর, ২০১৮ সালে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল বাংলাদেশ, বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপের সেমিফাইনালে ফিলিস্তিনের বিরুদ্ধে। দীর্ঘ পাঁচ মাস পর আবারও আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামে লাল-সবুজরা।
×