ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ট্রাকের গতিতে হুইলচেয়ার

প্রকাশিত: ১০:০২, ১০ মার্চ ২০১৯

 ট্রাকের গতিতে হুইলচেয়ার

কেউ পেছন থেকে ধাক্কা দিলে চলে হুইলচেয়ার। কিন্তু এই হুইলচেয়ার মহাসড়কে ট্রাকের গতিতে চলে। যদিও হুইলচেয়ার নিজের সক্ষমতায় নয়, ট্রাকেরই সাহায্যে দ্রুতগতিতে ব্যস্ত রাস্তা পার হয়েছে এক মুহূর্তে। হুইলচেয়ারে বসে থাকা লোকটি কৌশলে ট্রাকের পেছনে ধরে রাখেন। পরে ব্যস্ত মহাসড়কে দ্রুতগতিতে ট্রাক চলছিল, পেছন পেছন যাচ্ছিলো হুইলচেয়ারটিও- এমন ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার মহাসড়কে এ ঘটনা ঘটে। অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি হুইলচেয়ারে বসে ডান হাত দিয়ে ট্রাকের হোল্ডিংয়ে ধরে ফেলেন। এরপর ট্রাকের সঙ্গে সঙ্গে হুইলচেয়ারটিও দ্রুতগতিতে চলছিল। দক্ষিণ আফ্রিকানরা বলেছেন, বিষয়টি সহজ ছিল না। দক্ষিণ আফ্রিকার বেশি ব্যস্ত মহাসড়ক এটি। তার মধ্যে আবার হইলচেয়ার এবং ট্রাকটি ছিল মাঝখানের লেনে। এছাড়াও ট্রাকটি তখন ৬০ থেকে ৮০ কিলোমিটার গতিতে চলছিল। সত্যিই এটি অবাক করার মতো একটি ঘটনা। ভিডিওটি ইতোমধ্যেই হাজার হাজার মানুষ দেখেছেন। শেয়ার করেছেন অনেকে। লাইক-কমেন্টে ভরে গেছে বিভিন্ন পেজ। -ওয়েবসাইট
×