ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মোকাব্বির খান শপথ নিতেও পারেন ॥ ড. কামাল

প্রকাশিত: ১০:০০, ১০ মার্চ ২০১৯

 মোকাব্বির খান শপথ নিতেও পারেন ॥ ড. কামাল

স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসন থেকে গণফোরাম মনোনীত জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী মোাকাব্বির খান শপথ নিতেও পারেন, আবার নাও নিতে পারেন বলে অভিমত ব্যক্ত করেছেন এ জোটের আহ্বায়ক ড. কামাল হোসেন। শনিবার বিকেলে গণফোরাম কার্যালয়ে দলের সভাপতি পরিষদের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিমত ব্যক্ত করেন। গণফোরামের সভাপতি পরিষদের সভায় আগামী ২৭ এপ্রিল শনিবার দলের কেন্দ্রীয় কাউন্সিলের তারিখ নির্ধারিত হয়। সভাপতি পরিষদ সদস্যদের নেতৃত্বে কাউন্সিলের আগেই জেলা সম্মেলন ও সফরসূচী সম্পন্ন করা হবে বলে সভা শেষে সাংবাদিকদের জানানো হয়। গণফোরাম ও জাতীয় ঐক্যফ্রন্টের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে সুলতান মোহাম্মদ মনসুর শপথ নিয়ে সংসদে যাওয়ার বিষয়ে ড. কামাল হোসেন বলেন, সুলতান মনসুরের সংসদ সদস্য পদের বিরুদ্ধে কোন আইনী পদক্ষেপ নেয়া হবে কি না সে বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি। এটা নিয়ে দলীয় ফোরামে আলোচনা চলছে। মোকাব্বির খানের বিষয়ে কামাল হোসেন বলেন, দলের প্রেসিডিয়াম সদস্য ও নির্বাচিত সংসদ সদস্য মোকাব্বির খান আগামীতে শপথ নিতেও পারেন, নাও নিতে পারেন। শপথ নেবেন কি না, সেটা দলীয়ভাবে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত হবে। সবাই মিলে শপথের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিলে ভাল। তবে আমরা এখনও শপথ না নেয়ার পক্ষে। ড. কামাল বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করে দেয়া হয়েছে। ৩০ ডিসেম্বরের কলঙ্কিত তথাকথিত সংসদ নির্বাচন গণতন্ত্রের কবর রচনা করেছে। তবে দেশকে ধ্বংসের হাত থেকে জনগণই রক্ষা করবে।
×