ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

চার গুণীকে সম্মাননা দিল সাউথইস্ট ভার্সিটি

প্রকাশিত: ০৯:৫৯, ১০ মার্চ ২০১৯

 চার গুণীকে সম্মাননা দিল সাউথইস্ট ভার্সিটি

স্টাফ রিপোর্টার ॥ নিজস্ব আঙ্গিনায় তারা রেখেছেন উজ্জ্বল ভূমিকা। শিক্ষাক্ষেত্র থেকে সৃজনশীল সাহিত্যে রেখে চলেছেন অবদান। এমন চার গুণীজনকে সম্মাননা জানাল বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠান সাউথইস্ট বিশ্ববিদ্যালয়। প্রদান করা হলো ‘সাউথইস্ট বিশ্ববিদ্যালয় সাহিত্য পুরস্কার ও আজীবন সম্মাননা। আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ ও ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। সৃজনশীল সাহিত্যে কথাসাহিত্যিক সেলিনা হোসেন এবং মননশীল সাহিত্যে প্রাবন্ধিক আবুল মোমেনকে পুরস্কৃত করা হয়েছে। সৃজনশীল ও মননশীল সাহিত্যে পুরস্কারপ্রাপ্ত প্রত্যেক লেখককে ১ লাখ টাকা, সম্মাননা স্মারক, উত্তরীয় ও সনদপত্র প্রদান করা হয়। অন্যদিকে আজীবন সম্মাননা পদকপ্রাপ্ত প্রত্যেক প্রথিতযশা সাহিত্যসেবীকে আজীবন সম্মাননা পদক, উত্তরীয় ও সনদপত্র প্রদান করা হয়। শনিবার বিকেলে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। জুরি বোর্ডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান ও লোকগবেষক শামসুজ্জামান খান। সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীনের সভাপতিত্বে সাম্মানিক অতিথি ছিলেন বিশ^বিদ্যালয়ের ট্রাস্টের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ, বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। স্বাগত বক্তৃতা করেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয় সাহিত্য পুরস্কার ২০১৮-এর আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এম এ হাকিম। প্রধান অতিথির বক্তব্যে এম এ মান্নান বলেন, সাউথইস্ট বিশ্ববিদ্যালয় সাহিত্য পুরস্কার ২০১৮ প্রাপ্ত লেখক-সাহিত্যিকবৃন্দ সবাই জাতীয়ভাবে প্রথিতযশা ও স্বনামধন্য ব্যক্তিত্ব। পড়াশোনা, সাহিত্য ও সংস্কৃতি চর্চা সব বিবেচনায় বিশ্ববিদ্যালয়টি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম স্থান দখল করে আছে। কে এম খালিদ বলেন, দেশে শতাধিক বেসরকারী বিশ্ববিদ্যালয় থাকলেও মাত্র ৩টি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ রয়েছে। ভাষা ও সাহিত্যের প্রতি অনুরাগ এবং হৃদয়ে ধারণ করে সাউথইস্ট বিশ্ববিদ্যালয় বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ চালু করেছে এবং দ্বিতীয় বারের মতো সাহিত্য পুরস্কার ২০১৮ প্রদান করছে। এক্ষেত্রে এটি হতে পারে অন্যান্য বেসরকারী বিশ্ববিদ্যালয়ের জন্য দৃষ্টান্তস্বরূপ। অধ্যাপক আনিসুজ্জামান বলেন, জুরি বোর্ডের একজন হিসেবে আমি যুক্ত ছিলাম। যারা সম্মাননায় ভূষিত হয়েছেন তাদের অভিনন্দন। বেসরকারী বিশ^বিদ্যালয় হিসেবে সাউথইস্ট যে সাহিত্য পুরস্কার প্রদান করছে, তাদের এই উদ্যোগটি প্রশংসনীয়। সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, দেশের কোন বেসরকারী বিশ্ববিদ্যালয়ই পূর্ণাঙ্গ বিশ^বিদ্যালয় নয়। সেখানে বাংলা সাহিত্যের পঠন পাঠন সেভাবে হয় না। সাউথইস্ট বিশ^বিদ্যালয় তাদের শুরু থেকেই বাংলার প্রতি গুরুত্ব দিয়ে আসছে।
×