ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ গ্রন্থের প্রকাশনা উৎসব

প্রকাশিত: ০৯:৫৮, ১০ মার্চ ২০১৯

 ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’  গ্রন্থের প্রকাশনা উৎসব

স্টাফ রিপোর্টার ॥ প্রকাশিত হলো ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শিরোনামের গ্রন্থ। আওয়ামী লীগের আইনবিষয়ক উপ-কমিটির সদস্য শামীমা সুলতানা সম্পাদিত বইটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয় শনিবার। সন্ধ্যায় ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বইটির মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচটি ইমাম। অনুষ্ঠানে এইচটি ইমাম বলেন, বঙ্গবন্ধু শুধু একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক ও বিশ^নায়কই ছিলেন না, তিনি অত্যন্ত সফল একজন প্রশাসকও ছিলেন। স্বাধীনতার পরে বঙ্গবন্ধু একটি চূর্ণ-বিচূর্ণ অর্থনীতির বিধ্বস্ত দেশকে পুনর্গঠন করেছিলেন। এক কোটির বেশি মানুষ- যারা বিদেশে চলে গিয়েছিলেন, তাদের ফিরিয়ে এনে পুনর্বাসন করা। দেশের মধ্যে দুই কোটি মানুষ- যারা রাজাকার-আলবদর ও পাকিস্তানীদের অত্যাচারে বাস্তুচ্যুত হয়েছিলেন। তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা। সেই কাজটি বঙ্গবন্ধু কি চমৎকারভাবে করেছিলেন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে অনেক গবেষণা করা হয়েছে। অনেক বই লেখা হয়েছে। শুধু বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ নিয়ে গতবছর শুনলাম একশ’র উপরে ব্যক্তি পিএইচডি করেছেন। অনেকগুলো ভাষায় এটা অনুবাদ করা হয়েছে। কিন্তু স্বাধীনতার পরে যে সব বিকৃত ইতিহাস; আমি ইতিহাস ঠিক বলব না, বিকৃত গল্প ১৯৭৫ থেকে ১৯৯৬ পর্যন্ত বলা যায়- দুটো প্রজন্মকে একটানা বিকৃত তথ্য দেয়া হয়েছে। ভুল তথ্য দেয়া হয়েছে। তাদের ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমি এখন গর্ব করে বলতে পারি- সেগুলো থেকে আমরা বের হয়ে আসতে পেরেছি। তিনি আরও বলেন, এখন বঙ্গবন্ধু কে, জয়বাংলা কি, জয়বাংলা-জয়বন্ধু কেন বলি এবং বঙ্গবন্ধু জাতির পিতা কেন; এ সব বিষয় নিয়ে কথা বলতে কেউ দ্বিধা করেন না। এখন সবাই সঠিক ইতিহাস জানতে পারছে। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরও বলেন, এটি এমন একটি ভাষণ যেটি ৭ মার্চের পর থেকে পুরো মুক্তিযুদ্ধের সময় পর্যন্ত প্রতিটি কেন্দ্রে যুব শিবিরে, এমন কোন জায়গা ছিল না যেখানে এই ভাষণ বাজানো হয়নি। এই ভাষণই ছিল আমাদের স্বাধীনতার মূলমন্ত্র। তারপর এই যে এত দিন পার হয়ে গেল, এই ভাষণের প্রতি আকর্ষণ একটুও কমেনি।
×