ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শাহজালালে ফের পিস্তলসহ যাত্রী ধরা পড়লেন

প্রকাশিত: ১৩:০৬, ৯ মার্চ ২০১৯

 শাহজালালে ফের পিস্তলসহ যাত্রী ধরা পড়লেন

স্টাফ রিপোর্টার ॥ আবারও শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পিস্তলসহ ধরা পড়লেন খন্দকার মামুন আলী আক্তার নামের এক যাত্রী। ঢাকা থেকে সিলেটগামী এই যাত্রীর বিমান বন্দরের নিরাপত্তা কর্মীরা দেহ তল্লাশি করে পিস্তলটি উদ্ধার করে। পরে ওই যাত্রী বিমান বন্দর নিরাপত্তা কর্মকর্তার কাছে মুচলেকা দিয়ে ছাড়া পান। শুক্রবার বেলা ১১টায়। ঘটনাটি বিমান বন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। সম্প্রতি নিরাপদ সড়ক আন্দোলনের কর্ণধার ইলিয়াস কাঞ্চন বিমান বন্দরে পিস্তল নিয়ে যাওয়ার পর এটি হচ্ছে দ্বিতীয় ঘটনা। সূত্র জানিয়েছে, খন্দকার মামুন আলী আক্তার নামের এক যাত্রীর কাছ থেকে পিস্তল উদ্ধারের পর তাকে প্রথমে পুলিশের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি ভুল স্বীকার করেন। পরে বিমান বন্দরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এ্যাভিসেকের পরিচালক উইং কমান্ডার নূর আলম সিদ্দিকীর কাছে নিয়ে যাওয়া হয়। সেখানেও একই মুচলেকা দেন তিনি। এ সময় তার পিস্তলের বৈধ কাগজপত্র দেখা হয়। কাগজপত্র সঠিক থাকায় ওই যাত্রীর পিস্তল ও গুলি দু’টি আলাদা বাক্সে ভরে ইউএস বাংলার ফ্লাইটে তুলে দিয়ে তাকে সিলেট যাওয়ার অনুমতি দেয়। প্রথমে যাত্রী মামুন আলী নিজেকে জাতীয় মানবাধিকার কমিশনের ভাইস চেয়ারম্যান হিসেবে পরিচয় দেন। এই পরিচয় দেয়ার পর নিরাপত্তা কর্মীরা সংশয়ে পড়েন। পরে বিভিন্ন উপায়ে খবর নিয়ে জানতে পারেন তিনি মানবাধিকার কমিশনের কেউ নন। তিনি মানবাধিকার কমিশনের কাউকে চেনেনও না। এ বিষয়েও তিনি ক্ষমা চেয়ে পার পেয়ে যান।
×