ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চেলসির জয়, আর্সেনালের হার

প্রকাশিত: ১০:৩৩, ৯ মার্চ ২০১৯

 চেলসির জয়, আর্সেনালের হার

স্পোর্টস রিপোর্টার ॥ উয়েফা ইউরোপা লীগ ফুটবলে দুই ইংলিশ ক্লাব চেলসি ও আর্সেনাল ভিন্ন ভিন্ন স্বাদ পেয়েছে। বৃহস্পতিবার রাতে শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচ জিতেছে চেলসি আর হেরে গেছে আর্সেনাল। ঘরের মাঠ লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি ৩-০ গোলে হারিয়েছে অতিথি ইউক্রেনের ক্লাব ডায়নামো কিয়েভকে। আর এ্যাওয়ে ম্যাচে ফ্রান্সের ক্লাব রেনেসের কাছে ৩-১ গোলে হেরেছে সফরকারী আর্সেনাল। তাও আবার প্রথমে গোল করে। ডায়নামো কিয়েভের বিরুদ্ধে অধিকাংশ সময় বল দখলে রেখে ম্যাচের ১৭ মিনিটে এগিয়ে যায় চেলসি। গোল করেন পেড্রো। ফরাসী তারকা অলিভিয়ের জিরুডের সঙ্গে বল দেয়া নেয়া করে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ ফরোয়ার্ড। বিরতির পর ৬৫ মিনিটে বাঁপ্রান্ত থেকে দুর্দান্ত ফ্রিকিকে রক্ষণ প্রাচীরের ওপর দিয়ে পোস্ট ঘেঁষে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার উইলিয়ান। ম্যাচের শেষ মিনিটে ডি বক্সে সতীর্থের পাস নিয়ন্ত্রণে নিয়ে জোরালো শটে ব্যবধান আরও বাড়ান ইংলিশ ফরোয়ার্ড ক্যালাম হাডসন-ওডোই। আগামী বৃহস্পতিবার ফিরতি লেগে কিয়েভের মাঠে খেলবে মাওরিসিও সারির চেলসি। রেনেসের বিরুদ্ধে ম্যাচের শুরুটা দারুণ হয়েছিল আর্সেনালের। কিন্তু ছন্দ ধরে রাখতে পারেনি তারা। আক্রমণাত্মক ফুটবল খেলে ইংলিশ ক্লাবটিকে মাটিতে নামিয়েছে বিশ্বকাপ জয়ী দলের ক্লাব রেনেস। আলেক্স আইওবির নৈপুণ্যে ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় অতিথি আর্সেনাল। ডি বক্সে বাঁদিকে নাচো মনরিয়ালের পাস পেয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন নাইজিরিয়ার মিডফিল্ডার। ম্যাচের ৪১ মিনিটে ফরাসী ফরোয়ার্ড ইসমাইলাকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন গ্রিক ডিফেন্ডার পাপাস্তাথোপুলস। ফলে ১০ জনের দলে পরিণত হয় আর্সেনাল। পরের মিনিটেই গোল খেয়ে বসে গানার্সরা। সতীর্থের ফ্রিকিক রক্ষণ দেয়ালে প্রতিহত হওয়ার পর আলগা বল জোরালো শটে ঠিকানায় পাঠান ফরাসী মিডফিল্ডার বাজামা বুইজো। বিরতির পর একের পর এক আক্রমণ রুখতে ব্যস্ত আর্সেনাল ৬৫ মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে। ডানদিক থেকে রেনেসের ফরাসী খেলোয়াড় মেদির ক্রস স্প্যানিশ ডিফেন্ডার মনরিয়ালের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। কিছুই করার ছিল না আর্সেনাল গোলরক্ষক পিটার চেকের। ম্যাচের ৮৮ মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণে ব্যবধান আরও বাড়ায় স্বাগতিকরা। বাঁপ্রান্ত থেকে সতীর্থের বাড়ানো ক্রসে ডাইভিং হেডে গোলটি করেন ইসমাইলা সার।
×