ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রিয়ালে ফিরছেন মরিনহো নয়তো জিদান?

প্রকাশিত: ১০:৩২, ৯ মার্চ ২০১৯

 রিয়ালে ফিরছেন মরিনহো নয়তো জিদান?

স্পোর্টস রিপোর্টার ॥ নিজেদের ক্লাব ইতিহাসের সবচেয়ে বাজে সময় অতিবাহিত করছে রিয়াল মাদ্রিদ। বিশ্বরেকর্ড গড়ে টানা তিন বছর চ্যাম্পিয়ন্স লীগ জেতা দলটি এবার দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছে। শুধু তাই নয়, চলতি মৌসুমে একটি ট্রফি জয়ের সম্ভাবনাও শেষ হয়ে গেছে। এমন অবস্থায় রিয়ালকে বাঁচাতে আবারও দলটির কোচ পদে ফিরতে পারেন সাবেক দুই কোচ জোশে মরিনহো কিংবা জিনেদিন জিদান। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এমন খবরই চাউর হয়েছে। ভারপ্রাপ্ত কোচ সান্টিয়াগো সোলারির অধীনে এতবড় বিপর্যয় রিয়ালের। এমন পরিস্থিতিতে রিয়ালকে উদ্ধার করার জন্য আবারও জিদানের শরণাপন্ন হয়েছেন রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজ। রিয়ালের এমন বাজে অবস্থার পর নাকি ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ী তারকাকে ফোন করেন রিয়াল সভাপতি এবং ফের রিয়ালের কোচের দায়িত্ব নেয়ার অনুরোধ জানান। যদিও জিদান খুব বিনয়ের সঙ্গে সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন এবং জানিয়ে দেন, এ বিষয়ে তিনি পরে বিবেচনা করবেন। এমন তথ্য ফাঁস করেছেন রিয়ালের সাবেক সভাপতি ক্যালডেরন। রিয়ালের দায়িত্ব নেয়ার পর তিন মৌসুম দলটির কোচ ছিলেন জিদান। এই তিন বছরেই টানা তিনটি চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা উপহার দেন গ্যালাক্টিকোদের। সর্বশেষ গত মৌসুমে কিয়েভের ফাইনালে লিভারপুলকে ৩-১ ব্যবধানে হারিয়ে তৃতীয় শিরোপা জয় করেন জিজু। এরপরই জিদান ঘোষণা দেন, রিয়াল মাদ্রিদের কোচের পদ থেকে পদত্যাগ করার। সাক্ষাতকারে ক্যালডেরন বলেন, আমি জানি, বুধবার সকালেই সভাপতি (ফ্লোরেন্টিনো পেরেজ) জিদানকে কল করেন এবং ফিরে আসার অনুরোধ জানান। জিদান তাকে জানিয়ে দেন, এই মুহূর্তে নয়। রিয়াল মাদ্রিদের এমন বাজে অবস্থার পর চারদিকে ছড়িয়ে পড়েছে, সোলারিকে বাদ দিয়ে মরিনহোকেই আবার ফিরিয়ে আনছে ক্লাবটি। কিন্তু ক্যালডেরন দেখিয়ে দিয়েছেন, মরিনহো এবং জিদানের সঙ্গে কি হয়েছে সেই বিষয়টি।
×