ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আসলামের শটপুটে স্বর্ণজয়

প্রকাশিত: ১০:৩১, ৯ মার্চ ২০১৯

আসলামের শটপুটে স্বর্ণজয়

স্পোর্টস রিপোর্টার ॥ বীর মুক্তিযোদ্ধা মরহুম রজব আলী খান জাতীয় ও আমন্ত্রণমূলক মাস্টার্স এ্যাথলেটিক্স প্রতিযোগিতার তৃতীয় আসর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে শুক্রবার থেকে। প্রধান অতিথি হিসেবে দু’দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি এএসএম আলী কবীর ও বাংলাদেশ ডাক বিভাগ ক্রীড়া কমিটির সাধারণ সম্পাদক আমজাদ আলী খান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মাস্টার্স এ্যাথলেটিক এ্যাসোসিয়েশনের সভাপতি এ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন। বর্ণাঢ্য এই ক্রীড়ানুষ্ঠানে সব জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা, বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কাস্টমস, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার, বিজেএমসি ও ভারতের পশ্চিমবঙ্গের ৫০ সদস্যের মাস্টার্স এ্যাথলেটিক্স দলসহ প্রায় ৪০০ (পুরুষ ও মহিলা) এ্যাথলেট ও ১৫০ কর্মকর্তা অংশ নিচ্ছেন। এই প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা ১৫৫ ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পুরুষদের ১০২টি ইভেন্ট ও মহিলাদের ৫৩টি ইভেন্ট। আসরে প্রথমদিন পুরুষ শটপুট ইভেন্টের ৬০+ গ্রুপে সাবেক জাতীয় ফুটবলার শেখ মোঃ আসলাম স্বর্ণপদক জয় করেন। এছাড়াও মহিলাদের ১০০ মিটার স্প্রিন্টের ৬৫+ গ্রুপে ১ম, ২য় ও ৩য় স্থান পান ভারতীয় এ্যাথলেটরা।
×