ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আট মাস পর আর্জেন্টিনা দলে মেসি

প্রকাশিত: ১০:২৯, ৯ মার্চ ২০১৯

 আট মাস পর আর্জেন্টিনা দলে মেসি

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে ব্যর্থ হওয়ার পর একরকম ঘোষণা দিয়েই আর্জেন্টিনা জাতীয় দলের বাইরে ছিলেন লিওনেল মেসি। এরপর অনেকে সংশয় প্রকাশ করেছিলেন, আর বোধহয় বিখ্যাত আকাশী-নীল জার্সিতে ফিরবেন না বার্সিলোনা অধিনায়ক। তবে সব সংশয়ের অবসান ঘটেছে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আর্জেন্টিনা জাতীয় দলে ফিরেছেন পাঁচবারের ফিফা সেরা তারকা। চলতি মাসে হতে যাওয়া ভেনিজুয়েলা ও মরক্কোর বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য মেসিকে নিয়ে শুক্রবার ভোরে দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। এর ফলে দীর্ঘ আট মাস পর আবারও জাতীয় দলের হয়ে মাঠে নামতে যাচ্ছেন আন্তর্জাতিক ফুটবলে ১২৮ ম্যাচে ৬৫ গোল করা মেসি। গত জানুয়ারিতেই আভাস মিলেছিল মার্চে জাতীয় দলে ফিরবেন তিনি। অবশেষে সেটাই হয়েছে, তবে এ জন্য একগাদা শর্ত দিয়েছেন সময়ের অন্যতম সেরা তারকা। আগামী ২২ মার্চ এ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানোতে ভেনিজুয়েলার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এর চারদিন পর মরক্কোর বিপক্ষে খেলবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে বিশ্বকাপের শেষ ষোলোতে ৪-৩ গোলে হেরে বিদায়ের পর সাময়িক অবসরে যান মেসি। তখন শোনা গিয়েছিল আগামী জুনে ব্রাজিলে হতে যাওয়া কোপা আমেরিকাতে ফিরবেন তিনি। এখন সেই ফেরাটাও অনেকটা নিশ্চিত। ঘোষিত দলে প্রত্যাশিতভাবে আছেন দারুণ ফর্মে থাকা এ্যাঞ্জেল ডি মারিয়া। মেসির মতো পিএসজির এই এ্যাটকিং মিডফিল্ডারও বিশ্বকাপের পর দেশের হয়ে কোন ম্যাচ খেলেননি। তবে ৩১ সদস্যের দলে আগের মতোই জায়গা হয়নি দুই ফরোয়ার্ড সার্জিও এ্যাগুয়েরো ও গঞ্জালো হিগুয়াইনের। চোটের কারণে বাইরে থাকা ইন্টার মিলান ফরোয়ার্ড মাউরো ইকার্ডি স্বাভাবিকভাবেই জায়গা পাননি। জুন-জুলাইয়ে ব্রাজিলে হতে যাওয়া কোপা আমেরিকার আগে মেসির ফেরাটা আর্জেন্টিনার জন্য সুখবর। গত বিশ্বকাপে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি সময়ের অন্যতম সেরা ফুটবলার। করেছিলেন মাত্র একটি গোল। তবে বরাবরের মতো বার্সিলোনার জার্সিতে চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত করেছেন ৩৩ গোল। কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে এই প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ১৪ জুন ব্রাজিলে শুরু হবে কোপা আমেরিকার ৪৬তম টুর্নামেন্ট। দল ঘোষণার পর আর্জেন্টিনা কোচ স্কালোনি মেসির দলে ফেরা প্রসঙ্গে বলেন, মেসিকে ডাকা হয়েছে। সে একটি নাকি দুটি ম্যাচ খেলবে, এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নিব। ক্লাবের হয়ে সে অনেক ম্যাচ খেলছে এবং মৌসুমের এই সময়ে খেলোয়াড়রা ক্লান্ত থাকে। আন্তর্জাতিক সূচীতে বিশ্রাম নেয়। কিন্তু মেসি আসতে চেয়েছে আর এটা খুব গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। মেসি কতখানি খেলবে সে বিষয়ে আমি সিদ্ধান্ত নিব, অন্য কেউ নয়। আমি এখনও জানি না। আর্জেন্টিনা কোচ আরও বলেন, বিশ্বকাপে যা হয়েছিল তা আমাদের জন্য একটা ধাক্কা, মেসির জন্যও তাই। তবে এখন সে ফিরতে মরিয়া। ২০১৪ বিশ্বকাপের ফাইনাল ও পরের দুই বছর কোপা আমেরিকার ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। কিন্তু কোনবারই শিরোপা জিততে পারেনি তারা। বিষয়টি মাথায় রেখে স্কালোনি বলেন, অবশ্যই আমাদের দলে বিশ্বের সেরা খেলোয়াড় আছে। কিন্তু যে কোন কারণেই হোক আমরা ভাল করতে পারিনি। আমরা তার সঙ্গে তিনটি ফাইনালে উঠেছি। শিরোপার খুব কাছাকাছি এসেছিলাম। জয় ও হারের মাঝে খুব সামান্যই পার্থক্য আছে। আমার মনে হয়, আমরা মেসির সর্বোচ্চটা কাজে লাগিয়েছি আর আর্জেন্টিনা যদি একটা ম্যাচ জিততো তাহলে গল্পটা ভিন্ন হতো। এ্যাগুয়েরো দলে না থাকা প্রসঙ্গে তিনি বলেন, এ্যাগুয়েরোর সঙ্গে আমার সম্পর্ক দারুণ। তার সঙ্গে আমার কখনও কোন মতানৈক্য হয়নি। সে খুব ভাল খেলোয়াড়। তাকে পরখ করার কিছু নেই, অন্য খেলোয়াড়দের আমার দেখতে হবে।
×