ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের দাওয়াত প্রত্যাখ্যান ভারতের

প্রকাশিত: ১০:২৮, ৯ মার্চ ২০১৯

  পাকিস্তানের দাওয়াত প্রত্যাখ্যান ভারতের

স্পোর্টস রিপোর্টার ॥ পাকিস্তান সুপার লীগের (পিএসএল) ফাইনাল হবে করাচীতে ন্যাশনাল স্টেডিয়ামে। ১৭ মার্চ অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচটি। এই ম্যাচটি দেখতে ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্মকর্তাদের দাওয়াত দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু ভারত তা প্রত্যাখ্যান করেছে। শুধু ভারতই নয়, আইসিসিও দাওয়াত প্রত্যাখ্যান করেছে। দুইদেশের মধ্যে রাজনৈতিক পরিস্থিতি এখন চরম উত্তপ্ত। যুদ্ধের আবহ তৈরি হয়ে আছে যেন। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গী হামলার ঘটনার পর এখনও প্রতিদিন দুইদেশের সীমান্তে গোলাগুলি লেগেই আছে। এর মাঝেই জঙ্গী আক্রান্ত পাকিস্তানের মাটিতে ক্রিকেট ফেরানোর প্রয়াসে পিএসএলের ফাইনাল ম্যাচটির আয়োজন করেছে পিসিবি। লীগের ফাইনালসহ প্লে-অফের তিন ম্যাচ ও লীগপর্বের শেষ তিনটি ম্যাচ করাচীতে আয়োজন করছে পিসিবি। করাচীতে এই ম্যাচ দেখতে বিসিসিআই অফিসিয়ালদের নিমন্ত্রণ করেছে পিসিবি। আইসিসি সভাপতিকেও নিমন্ত্রণ করা হয়েছে। কিন্তু বিসিসিআই ও আইসিসি তা প্রত্যাখ্যান করে দিয়েছে। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কার দলীয় বাসে হামলা করেছিল সন্ত্রাসীরা। এরপর থেকে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ রয়েছে পাকিস্তানে। বড় কোন দল আর পাকিস্তান সফরে যায়নি। তবে পিএসএলের ফাইনাল এর আগেও করাচীতে হয়েছে। তখন বিদেশী ক্রিকেটাররাও গিয়ে খেলেছেন। এবার এই ফাইনালকে কেন্দ্র করে অশান্ত পরিস্থিতিতেও চিরশত্রু ভারতের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক বিনির্মাণের উদ্যোগ নিয়েছিল পিসিবি। কিন্তু তা বিফলে গেছে। পিসিবি সভাপতি এহসান মানি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাদের দাওয়াত প্রত্যাখ্যান করেছে বিসিসিআই। পিসিবির সভাপতি এহসান মানি বলেছেন, ‘বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত প্রধান সি কে খান্না এবং আইসিসি প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহর দু’জনেই ব্যক্তিগত কারণে পাকিস্তানে এসে ফাইনাল দেখার ব্যাপারে অপারগতা প্রকাশ করেছেন। তাদের ডাকার কারণ হলো, এখানে এসে তারা ফাইনালের আয়োজন দেখলে পাকিস্তানে নিরাপত্তার ব্যাপারে সবার ভুল ভাঙ্গবে। পাকিস্তানে যে এখন আন্তর্জাতিক ক্রিকেট খেলা যায় আমরা তা নিশ্চিত করতে চাই।’ পাকিস্তানের মাটি ক্রিকেটের জন্য নিরাপদ। তার প্রমাণ করতে ভারত, বাংলাদেশ, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, জিম্বাবুইয়ে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডকে দাওয়াত করেছে পিসিবি। পাশাপাশি দাওয়াত করা হয়েছিল আইসিসি প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহর এবং প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনকে। কিন্তু ভারতীয় নাগরিক শশাঙ্ক মনোহর ব্যক্তিগত কারণ দেখিয়ে সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। তবে ডেভ রিচার্ডসন ফাইনাল দেখতে করাচী যাবেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ও দেশটিকে বিশ্বকাপ জেতানো সাবেক অধিনায়ক ইমরান খান পিএসএল ফাইনাল দেখতে স্টেডিয়ামে আসবেন কি না তা এখনও নিশ্চিত করতে পারেনি বোর্ড। সেই সঙ্গে অন্য দেশের বোর্ড প্রেসিডেন্টরাও পিএসএল ফাইনাল দেখতে যাবেন। তার নিশ্চয়তাও নেই।
×