ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ওয়েলিংটন টেস্টের প্রথমদিন ভেসে গেল বৃষ্টিতে

প্রকাশিত: ১০:২৮, ৯ মার্চ ২০১৯

 ওয়েলিংটন টেস্টের প্রথমদিন ভেসে  গেল বৃষ্টিতে

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়েলিংটন টেস্টে বৃষ্টি বাগড়া দিতে পারে। সেই আশঙ্কা আগে থেকেই ছিল। তাই সত্য হলো। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথমদিনটি বৃষ্টিতে ভেসেই গেল। পরিত্যক্ত হলো। এমনই বৃষ্টি হলো যে, তাতে টসই হতে পারল না। একটি বলও মাঠে গড়াল না। খেলাতো দূরে থাক, ওয়েলিংটন টেস্টের একটি দিন টস ছাড়াই শেষ হলো। শুরু থেকেই খেলা হবে না বৃষ্টির অবস্থা দেখেই বোঝা যাচ্ছিল। আর তাইতো ক্রিকেটাররা মাঠেই আসেননি। হোটেলেই কাটিয়েছেন সময়। তবে বাংলাদেশ দলের প্রধান কোচ স্টিভ রোডস ও ম্যানেজার খালেদ মাসুদ পাইলট স্টেডিয়ামে হাজির হন। অবস্থা পরিদর্শন করেন। দুই দলের একাদশও ঘোষণা করা হয়নি। মুশফিকুর রহীম দ্বিতীয় টেস্টের দলে থাকবেন না। তা আগেই বোঝা হয়ে গেছে। তামিম ইকবালকে নিয়েও ছিল সংশয়। তামিমতো এখন আরেকদিন ফিট হওয়ার সুযোগ পেলেন। বাংলাদেশ সময় শুক্রবার ভোর চারটায় খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই বৃষ্টি ইঙ্গিত দিতে শুরু করে দেয়, দিনটিতে খেলা হবে না। এমনই অবস্থা হল মাঠে ক্রিকেটার নন, জায়গা নিতে শুরু করে দিলেন সি-গালরা। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে আজও আছে বৃষ্টির সম্ভাবনা। পাঁচদিনের খেলার একদিন শেষ। আছে হাতে আর চারদিন। আজ খেলা আধাঘণ্টা আগে শুরু হবে। তার মানে বাংলাদেশ সময় গভীর রাত সাড়ে তিনটায় খেলা শুরু হবে। ইন্টারনেট দুনিয়ায় ঘাটাঘাটি করে যতদূর জানা গেল, আজও বৃষ্টির সম্ভাবনা জোরালো। এমনকি চতুর্থদিনের আগে আকাশে সূর্য হাসছে এমনটিও দেখা যাওয়ার সম্ভাবনা কম। তাহলেতো দ্বিতীয় টেস্টটি বৃষ্টিতে কেড়ে নেবে বলা চলে। বৃষ্টি ম্যাচটি ড্র করে দেবে। দুই দলকে পেছনে ফেলে জয় হয়ে যাবে বৃষ্টির। শুক্রবার খেলার প্রথম সেশন অনায়াসেই বৃষ্টির পেটে ঢুকে যায়। এরপর মাঠে দুই আম্পায়ার পল রেইফেল ও রুচিরা পাল্লিইয়াগুরুগে মাঠ পরিদর্শনে নামেন। তখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তে থাকে। যখন নিউজিল্যান্ড সময় বেলা ৩টায় (বাংলাদেশ সময় সকাল ৮টা) আম্পায়াররা বোঝেন আর খেলা হওয়া সম্ভব নেয় তখন প্রথমদিনের খেলা পরিত্যক্ত হওয়ার ঘোষণা দেন। বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানা গেলেও এত বৃষ্টি হবে তার ধারণা কারোরই ছিল না। দিনের প্রথম সেশনের মধ্যেই মাঠে প্রচুর পানি জমে যায়। আজ যদি হাল্কা বৃষ্টিও হয় তাহলেও খেলা হওয়ার সম্ভাবনা কমই বোঝা যাচ্ছে। যদি শেষ পর্যন্ত খেলা হয় তাহলে দুই দলই নিশ্চয়ই চাইবে টস জিততে। জিতলেই যে আগে ফিল্ডিং নিয়ে নেয়া যাবে। ওয়েলিংটনে প্রথমদিনটি বোলারদের জন্য থাকবে। তাতো বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত টেস্ট অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদই বলেছিলেন। এরপর ধীরে ধীরে ব্যাটিংয়ের জন্য সুবিধা হবে। দুই দলই চাইবে আগে ফিল্ডিং নিয়ে প্রতিপক্ষকে প্রথমদিনেই বিপদে ফেলে দিতে। বিপদে ফেলার হিসেবতো পরে হবে। আগেতো খেলাটা হতে হবে। প্রথমদিনটি বৃষ্টিতে ভেসে গেছে। আজ কী খেলা হবে?
×